ঢাকা, সোমবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

ফুটবল

মরিনহোর বিপক্ষে ওয়েঙ্গারের প্রথম জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৮ ঘণ্টা, মে ৮, ২০১৭
মরিনহোর বিপক্ষে ওয়েঙ্গারের প্রথম জয় প্রতিযোগিতামূলক ম্যাচে ওয়েঙ্গারের আর্সেনালের কাছে প্রথম হারের স্বাদ পেলেন মরিনহো/ছবি: সংগৃহীত

প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের রেকর্ড টানা ২৫ ম্যাচে অপরাজেয় থাকার দৌড় থামালো আর্সেনাল। অবশেষে প্রতিযোগিতামূলক ম্যাচে প্রথমবারের মতো হোসে মরিনহোর বিপক্ষে জয়ের স্বাদ পেলেন আর্সেন ওয়েঙ্গার। ঘুচলো দীর্ঘদিনের আক্ষেপ। এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত হাইভোল্টেজ ম্যাচে মরিনহোর ম্যানইউকে ২-০ গোলে হারিয়ে শেষ চারের আশা বাঁচিয়ে রেখেছে ওয়েঙ্গারের শিষ্যরা।

সব মিলিয়ে ১৬ বার আর লিগে ১৩ বারের চেষ্টায় (৭ ড্র, ৫ হার) মরিনহোকে হারিয়ে স্বস্তির নিঃশ্বাসই ফেলেন চাপের মুখে থাকা ওয়েঙ্গার। রেড ডেভিলসদের দীর্ঘ অজেয় ধারারও সমাপ্তি হলো।

এর আগে সবশেষ গত বছরের অক্টোবরে চেলসির কাছে লিগ ম্যাচে হেরেছিল মরিনহোর দল।

...গোলশূন্য প্রথমার্ধের পর তিন মিনিটের মধ্যে দু’বার ম্যানইউর জালে বল পাঠিয়ে সমর্থকদের বাঁধভাঙা উল্লাসে ভাসায় আর্সেনাল। সাবেক ক্লাবের বিপক্ষে জয়সূচক গোল উদযাপন করেন ইংলিশ ফরোয়ার্ড ড্যানি ওয়েলবেক।

৫৪ মিনিটে গানারদের প্রথম লিড এনে দেন সুইস মিডফিল্ডার গ্রানিত জাকা। পুরো ম্যাচ জুড়ে রুনি-মার্শালদের চোখেমুখে গোলের জন্য হাহাকারই ফুটে ওঠে। শেষ পর্যন্ত একরাশ হতাশাই সঙ্গী হয় তাদের।

...পয়েন্ট টেবিলে ৩৪ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে থাকা ম্যানইউর (এক ম্যাচ বেশি খেলে ২ পয়েন্ট এগিয়ে) ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্সেনাল। ৩৪ ম্যাচে ৮১ পয়েন্টে শিরোপা জয়ের পথে ছুটছে চেলসি। চার পয়েন্ট পিছিয়ে এক ম্যাচ বেশি খেলা টটেনহাম। তিনে লিভারপুল (৩৬ ম্যাচে ৭০) ও চতুর্থ স্থানে ম্যানসিটি (৩৫ ম্যাটে ৬৯)।

...চ্যাম্পিয়নস লিগের পরবর্তী আসরে উত্তীণ হতে হলে থাকতে হবে শীর্ষ চারে। চতুর্থ টিমকে প্লে-অফের বাধা পেরোতে হবে। মরিনহোর সামনে বিকল্প পথ খোলা। ইউরোপা লিগে চোখ রাখছেন ‘স্বঘোষিত স্পেশাল ওয়ান’। সেমিফাইনালের প্রথম লেগে সেল্টা ভিগোর মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়ে ফেরে ইংলিশ জায়ান্টরা। ১১ মে ওল্ড ট্রাফোর্ডে ফাইনাল নির্ধারণী ফিরতি পর্বের ম্যাচ।

বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, ৮ মে, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।