ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রিয়ালকে মোটেও ফেভারিট ভাবছেন না জিদান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০২ ঘণ্টা, মে ১১, ২০১৭
রিয়ালকে মোটেও ফেভারিট ভাবছেন না জিদান জুভেন্টাসের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদকে ফেভারিট ভাবছেন না জিদান/ছবি: সংগৃহীত

জুভেন্টাসের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফাইনালের নিজের দলকে ফেভারিট বলতে অস্বীকৃতি জানিয়েছেন জিনেদিন জিদান। ইউরোপিয়ান প্রতিযোগিতায় রিয়াল মাদ্রিদের সাম্প্রতিক সাফল্য সত্ত্বেও সাবেক ক্লাবের বিপক্ষে শিরোপা লড়াইয়ের চ্যালেঞ্জ নিয়ে উদ্বিগ্ন ফ্রেঞ্চ কিংবদন্তি।

নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদের মাঠে ২-১ গোলে হেরেও ৪-২ অ্যাগ্রিগেটের জয়ে ফাইনাল নিশ্চিত করেছে জিদানের শিষ্যরা। এর আগে বার্নাব্যুতে অনুষ্ঠিত সেমির প্রথম লেগে ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে ৩-০ ব্যবধানের জয় পায় গ্যালাকটিকোরা।

দুই লেগ মিলিয়ে মোনাকোকে ৪-১ অ্যাগ্রিগেটে হারিয়েছে জুভেন্টাস।

কার্ডিফে আগামী ৩ জুন (শনিবার) ফাইনাল অনুষ্ঠিত হবে। খেলা শুরু বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায়। এ ম্যাচের মধ্য দিয়ে সাবেক ক্লাবের মুখোমুখি হবেন জিদান। খেলোয়াড়ী জীবনে রিয়ালে পাড়ি জমানোর আগে ইতালিয়ান জায়ান্টদের হয়ে পাঁচ মৌসুম (১৯৯৬-২০০১) খেলেছিলেন তিনি।

জিদানের সামনে টানা দুই মৌসুমে রিয়ালকে চ্যাম্পিয়নস লিগ জেতানোর হাতছানি! ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হলেও জুভিদের বিপক্ষে ফেভারিট হওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়ে দিয়েছেন ৯৮’র বিশ্বকাপ জয়ী, যারা এ মৌসুমে ১২ ম্যাচে মাত্র তিনটি গোল হজম করেছে।

এক সাক্ষাৎকারে জিদান বলেন, ‘রিয়াল মাদ্রিদ একেবারেই ফেভারিট নয়। জুভিদের এই দলটির বিপক্ষে গোল করা অনেক কঠিন। শুধুমাত্র রক্ষণভাগই তাদের একমাত্র শক্তি নয়। তাদের আক্রমণভাগেও রয়েছে দুর্দান্ত সব খেলোয়াড়। ’

জিদানের মতে দুই ফাইনালিস্টই নিজেদের এই অবস্থানের (ফাইনাল খেলা) প্রাপ্য। নিজের উন্নতিতে জুভেন্টাসের অবদানের কথাও স্মরণ করেন রিয়াল কোচ, ‘আমি জুভেন্টাসে একজন ভালো খেলোয়াড় হয়েছি। এটা গ্রেট ক্লাব। ফাইনালে তাদের মুখোমুখি হওয়াটা স্পেশাল, কারণ আমার হৃদয়ে এখনো জুভেন্টাসকে ধারণ করি। এটা চমৎকার ফাইনাল হবে। আমরা একই পথে হাঁটছি এবং দু’দলই এখানে থাকার দাবিদার। এখন প্রস্তুতির সময়। ’

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, ১১ মে, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।