ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ঢাকা বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, মে ১৩, ২০১৭
ঢাকা বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ঢাকা বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

টাঙ্গাইল: টাঙ্গাইলে ঢাকা বিভাগীয় কমিশনার গোল্ডকাপ-২০১৭ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।

শনিবার (১৩ মে) বিকেল ৪টায় টাঙ্গাইল স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ।

টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক খান মো. নুরুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার মো. মাহবুব আলম পিপিএম।

স্বাগত বক্তব্য রাখেন- জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এ হাসান ফিরোজ।

ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার উদ্যোগে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় টাঙ্গাইল ভেনুতে উদ্বোধনী খেলায় টাঙ্গাইল জেলা দল ও কিশোরগঞ্জ জেলা দল অংশ নেয়। এছাড়া ফরিদপুর, নারায়নগঞ্জ ও মানিকগঞ্জ ভেনুতে টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। এ টুর্নামেন্টে ঢাকা বিভাগের মোট ১৩টি জেলা অংশ নেবে।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, মে ১৩, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।