ঢাকা, সোমবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

ফুটবল

মেসির শোকেসে আরও একটি পদক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, মে ১৩, ২০১৭
মেসির শোকেসে আরও একটি পদক ছবি: সংগৃহীত

সময়টা দারুণ কাটছে লিওনেল মেসির। লা লিগায় এপ্রিল মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন দারুণ ছন্দে থাকা আর্জেন্টাইন ফুটবলের জাদুকর মেসি।

এবারের স্প্যানিশ লিগে এখন পর্যন্ত ৩২ ম্যাচে ৩৫ গোল করা মেসি পিচিচি ট্রফি জয়ের দৌড়ে অনেক এগিয়ে আছেন। ৩৩ ম্যাচে ২৭ গোল নিয়ে পেছনে আছেন তারই সতীর্থ লুইস সুয়ারেস।

তৃতীয় স্থানে থাকা রোনালদো করেছেন ২৬ ম্যাচে ২০ গোল।

এপ্রিল মাসের স্প্যানিশ লা লিগায় ৬টি ম্যাচ খেলেছেন বার্সেলোনা এই সুপারস্টার। সেখান থেকে প্রতিপক্ষে জালে বল জড়িয়েছেন আটবার। দুর্দান্ত এই পারফরম্যান্সের ফল হিসেবে আর্জেন্টাইন এই ফরোয়ার্ড নির্বাচিত হয়েছেন লা লিগায় এপ্রিলের সেরা ফুটবলার।

গত মাসে বার্সার হয়ে লিগে ছয়টি ও চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের বিপক্ষে দুটি ম্যাচ খেলেন মেসি। লিগে সেভিয়া, মালাগা, রিয়াল সোসিয়েদাদ, রিয়াল মাদ্রিদ, ওসাসুনা ও এস্পানিওলের বিপক্ষে মাঠে নেমেছিলেন মেসি। আর মেসির জাদুতে সবকটি ম্যাচেই বার্সা জয় নিয়ে মাঠ ছেড়েছে।

এর আগে ২০১৬ সালের জানুয়ারি মাসের লা লিগার সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন মেসি।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ১৩ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।