ঢাকা, সোমবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

ফুটবল

উড়ন্ত জয়ে শীর্ষ চারের রেসে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, মে ১৩, ২০১৭
উড়ন্ত জয়ে শীর্ষ চারের রেসে আর্সেনাল স্টোক সিটির মাঠে উড়ন্ত জয়ে শীর্ষ চারের রেসে আর্সেনাল/ছবি: সংগৃহীত

আর্সেনালে মেসুত ওজিল ও আলেক্সিস সানচেজের ভবিষ্যৎ ঘিরে অনিশ্চয়তা! কিন্তু, প্রিমিয়ার লিগে শীর্ষ চারে থাকার লক্ষ্যে গানারদের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন দু’জন। সবশেষ ম্যাচে স্টোক সিটির মাঠে ৪-১ গোলের দাপুটে জয় পেয়েছে গানাররা। দলের উড়ন্ত পারফরম্যান্সে ওজিল-সানচেজ দু’জনই গোল উদযাপন করেন।

ব্রিটান্নিয়া স্টেডিয়ামে ৪২ মিনিটে আর্সেনালকে লিড এনে দেন অলিভার জিরুদ। ৫৫ মিনিটে স্কোরশিটে নাম লেখান জার্মান তারকা ওজিল।

৬৭ মিনিটে স্বাগতিকদের হয়ে একটি গোল পরিশোধ করেন সাবেক ইংলিশ ফরোয়ার্ড পিটার ক্রাউচ।

এর ৯ মিনিট বাদেই সতীর্থদের উদযাপনের মধ্যমণি বনে যান চিলিয়ান সেনসেশন সানচেজ। ৩-১ ব্যবধানে এগিয়ে ‍যায় আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। ৮০ মিনিটে স্টোকের জালে বল পাঠিয়ে জোড়া গোল উল্লাসে মাতেন ফ্রেঞ্চ ফরোয়ার্ড জিরুদ।

...মৌসুম শেষ হতে আর্সেনালের হাতে আর দু’টি ম্যাচ বাকি। ৩৬ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান পঞ্চম। ৩৭ ম্যাচে ৪১ পয়েন্টে ১৩ নম্বরে স্টোক সিটি। ইতোমধ্যেই চ্যাম্পিয়ন দল চূড়ান্ত হয়ে গেছে। দুই ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করেছে চেলসি।

চ্যাম্পিয়নস লিগের পরবর্তী মৌসুমে খেলতে হলে থাকতে হবে অন্তত শীর্ষ চারে। চার নম্বর দলকে প্লে-অফের বাধা পেরোতে হবে। আর্সেনালের চেয়ে চার পয়েন্ট পিছিয়ে ছয়ে এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার ইউনাইটেড। এক পয়েন্ট এগিয়ে থেকে চারে লিভারপুল। ৭২ পয়েন্টে তিনে ম্যানসিটি। দুইয়ে থাকা টটেনহামের সংগ্রহ ৩৫ ম্যাচে ৭৭।

প্রসঙ্গত, চ্যাম্পিয়নস লিগে উত্তীর্ণ হতে ইউরোপা লিগের শিরোপায় চোখ রাখছে হোসে মরিনহোর ম্যানইউ। এরই মধ্যে সেমিতে সেল্টা ভিগোকে দুই লেগ মিলিয়ে ২-১ অ্যাগ্রিগেটে ‍হারিয়ে ফাইনালে উঠেছে রেড ডেভিলসরা।

বাংলাদেশ সময়: ০২৩২ ঘণ্টা, ১৪ মে, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।