ঢাকা, সোমবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

ফুটবল

মাঠে নামছে বার্সা-রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫০ ঘণ্টা, মে ১৪, ২০১৭
মাঠে নামছে বার্সা-রিয়াল ছবি: সংগৃহীত

লা লিগায় ৩৬ ম্যাচ শেষে ৮৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে মেসি-নেইমার-সুয়ারেজদের বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্টে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রোনালদো-বেল-বেনজেমাদের রিয়াল মাদ্রিদ। প্রতিদ্বন্দ্বী এই দল আজ রাতে আবারো মাঠে নামছে জমে ওঠা পয়েন্ট টেবিল নিয়ে।

রিয়ালের তিনটি ম্যাচ বাকি লা লিগায়, বার্সার দুটি। বাকি তিন ম্যাচের দুটি জিতে একটি ড্র করলেই লিগের ট্রফি পেয়ে যাবে রোনালদো বাহিনী।

তবে বার্সার শুধু নিজেদের ম্যাচ দুটি জিতলেই হচ্ছে না, অপেক্ষায় থাকতে হবে রিয়ালের হারের। তাই, মৌসুমের শেষ সময়ে এসে পা ফঁসকালে শিরোপা স্বপ্ন বির্সজন দিতে হবে মেসি বাহিনীকে।

চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করা রিয়াল আজ সেভিয়ার বিপক্ষে লা লিগার ম্যাচে মুখোমুখি হবে। অপরদিকে, বার্সার প্রতিপক্ষ লাস পালমাস। বাংলাদেশ সময় রাত ১২টায় মাঠে নামবে দুই দল। নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল আতিথ্য দেবে সেভিয়াকে। একই সময়ে বার্সা খেলবে লাস পালমাসের মাঠে।

দারুণ ছন্দে থাকা রিয়ালকে মৌসুমের প্রথম লেগে নিজেদের মাঠে হারিয়েছিল সেভিয়া। গত জানুয়ারিতে লিগে রিয়ালকে ২-১ গোলে হারিয়েছিল সেভিয়া। তবে, ২০১২ সালের পর লা লিগার ট্রফি ছোঁয়া হয়নি রিয়ালের। এবার শেষ সময়ে এসে নিজেরাও পা হড়কাতে চাইছে না জিনেদিন জিদানের শিষ্যরা।

এদিকে, শেষ ৫ ম্যাচের কোনোটিতেই জিততে পারেনি বার্সার প্রতিপক্ষ লাস পালমাস। একটি ড্র করেছিল। শেষ তিন ম্যাচের কোনোটিতেই গোল পায়নি দলটি। ১৯৮৬ সালের পর এই লাস পালমাসের বিপক্ষে কোনো ম্যাচ হারেনি বার্সা। মুখোমুখি শেষ ১১ ম্যাচের ৭টিতেই জয়ের দেখা পেয়েছে কাতালানরা। নিজেদের শেষ ৫ ম্যাচের চারটিতেই জিতেছে মেসি বাহিনী, একটি ম্যাচ ড্র করেছে।

এমন সব সমীকরণ নিয়েই লা লিগার চলতি আসরে মাঠে নামবে বার্সা-রিয়াল।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, ১৪ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।