ঢাকা, সোমবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

ফুটবল

ইতিহাসের চূড়ায় ওঠার দ্বারপ্রান্তে রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৫ ঘণ্টা, মে ১৫, ২০১৭
ইতিহাসের চূড়ায় ওঠার দ্বারপ্রান্তে রোনালদো ইতিহাসের চূড়ায় ওঠার দ্বারপ্রান্তে ক্রিস্টিয়ানো রোনালদো/ছবি: সংগৃহীত

আর মাত্র একটি গোল করলেই ইতিহাসের চূড়ায় বসবেন ক্রিস্টিয়ানো রোনালদো! সেভিয়ার বিপক্ষে জোড়া গোল করে অনন্য রেকর্ড গড়ার দ্বারপ্রান্তে চলে এসেছেন রিয়াল মাদ্রিদ সুপারস্টার। ইউরোপের শীর্ষ পাঁচটি লিগে সর্বকালের সেরা গোলস্কোরার হওয়ার পথে পর্তুগিজ আইকন।

সান্তিয়াগো বার্নাব্যুতে সেভিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানের দাপুটে জয়ে দু’বার বল জালে পাঠান রোনালদো। স্পর্শ করেন রিয়ালের জার্সিতে ৪০০ গোলের মাইলফলক।

এর মধ্য দিয়ে ইংলিশ কিংবদন্তি জিমি গ্রীভসের রেকর্ড ছুঁয়েছেন সিআর সেভেন।

ইউরোপের সেরা পাঁচটি ঘরোয়া লিগে সর্বোচ্চ গোলস্কোরের কীর্তিটি এতোদিন এককভাবে তার দখলে ছিল। পরবর্তী গোল রোনালদোকে নিয়ে যাবে ৩৬৭-এর ঘরে। সেভিয়া ম্যাচ দিয়েই জার্মান লিজেন্ড গার্ড মুলারকে ছাড়িয়ে যান ৩২ বছর বয়সী এ ‘গোলমেশিন’।

ম্যানচেস্টার ইউনাইটেড ক্যারিয়ারে (২০০৩-০৯) প্রিমিয়ার লিগে ৮৪টি গোল করেন রোনালদো। রিয়ালের হয়ে এখন পর্যন্ত যোগ করেন ২৮২টি। সব মিলিয়ে তার নামের পাশে লিগ গোলের সংখ্যা ৩৬৬।

বর্তমানে খেলছেন এমন খেলোয়াড়দের মধ্যে রোনালদোর পরে লিওনেল মেসির অবস্থান। ২০০৪ বার্সেলোনার সিনিয়র টিমে অভিষেকের পর ৩৪৬ বার জালের দেখা পেয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

এ তালিকায় পরবর্তী সক্রিয় খেলোয়াড় জ্লাতান ইব্রাহিমোভিচ। ২৬৮ গোল নিয়ে ১১ নম্বরে অবস্থান করছেন।  ইংল্যান্ড, স্পেন, ইতালি ও ফ্রান্সে খেলার অভিজ্ঞতা নেন সুইডিশ সেনসেশন। কেবল জার্মান ফুটবলের স্বাদ নেওয়া হয়নি। শীর্ষ ২০ জনের মধ্যে তিনিই একমাত্র প্লেয়ার যিনি তিন বা তার বেশি লিগে স্কোর করেছেন।

রোনালদোর সামনে সবার উপরে নাম লেখানোর হাতছানি। লা লিগায় বুধবার (১৭ মে) পরবর্তী ম্যাচে সেল্টা ভিগোর মাঠে নামবে জিনেদিন জিদানের রিয়াল।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ১৫ মে, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।