ঢাকা, সোমবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

ফুটবল

সাত গোলের রোমাঞ্চে চেলসির শিরোপা উৎসব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৫ ঘণ্টা, মে ১৬, ২০১৭
সাত গোলের রোমাঞ্চে চেলসির শিরোপা উৎসব সাত গোলের রোমাঞ্চে চেলসির শিরোপা উৎসব নিশ্চিত করেন সেস ফ্যাব্রিগাস/ছবি: সংগৃহীত

আগের ম্যাচেই লিগ শিরোপা নিশ্চিত হয়ে যায়। হোম ভেন্যুতে উৎসবের উপলক্ষটা প্রায় মাটি করে দিয়েছিল ওয়াটফোর্ড! সাত গোলের এক রোমাঞ্চকর ম্যাচই উপভোগ করেন দর্শকরা। শেষদিকে ব্লুজদের জয়োল্লাসে ভাসান সেস ফ্যাব্রিগাস। ৪-৩ ব্যবধানের জয় নিয়ে ‍মাঠ ছাড়ে অ্যান্তোনিও কন্তের শিষ্যরা।

...‌এ ম্যাচের মধ্য দিয়ে প্রিমিয়ার লিগ ইতিহাসে এক মৌসুমে সবচেয়ে বেশি জয়ের রেকর্ড স্পর্শ করে চেলসি। ২০০৪-০৫ ও ২০০৫-০৬ মৌসুমেও ২৯টি জয় পেয়ে মৌসুম শেষ করেছিল ব্লুজরা।

কন্তের সামনে হোসে মরিনহোর কীর্তি ছাড়িয়ে যাওয়ার হাতছানি! আগামী রোববার (২১ মে) মৌসুমের শেষ ম্যাচে সান্ডারল্যান্ডকে আতিথ্য দেবে চেলসি।

প্রথম একাদশ ও অধিনায়ক হিসেবে ফিরে ম্যাচটি স্মরণীয় করে রাখেন জন টেরি। এ মৌসুমে বেশিরভাগ ম্যাচেই সাইড বেঞ্চে কাটাতে হয়। কন্তের অধীনে এটি ছিল তার অষ্টম লিগ ম্যাচ। মৌসুম শেষেই দীর্ঘ ১৯ বছরের চেলসি অধ্যায়ের ইতি টানতে পারেন ইংলিশ আইকন। এমনকি ফুটবল ক্যারিয়ারকে বিদায় বলে দিতে পারেন ৩৬ বছর বয়সী সেন্টারব্যাক।

সতীর্থদের উদযাপনের মধ্যমণি জন টেরি (মাঝে)/ছবি: সংগৃহীতস্ট্যামফোর্ড ব্রিজে টেরির গোলেই ২২ মিনিটে লিড নেয় চেলসি। অবশ্য দু’মিনিট বাদেই ওয়াটফোর্ডকে সমতায় ফেরান মিডফিল্ডার এতিয়েন্নে কাপু। ৩৬ মিনিটে ডিফেন্ডার সিজার আজপিলিকুয়েতার গোলে আবারো লিড নেয় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধ শুরুর চার মিনিটের মাথায় স্কোরলাইন ৩-১ করেন ওয়েস্ট ব্রমের মাঠে (১-০) শিরোপা নিশ্চিত করা বেলজিয়ান ফরোয়ার্ড মিখি বাতশুয়াই। এর দু’মিনিট পরেই ভিজিটরদের ম্যাচে ফেরান ডাচ ডিফেন্ডার ডারিল জানমাত। ৭৪ মিনিটে ম্যাচ জমিয়ে তোলেন ওয়াটফোর্ডের ইতালিয়ান ফরোয়ার্ড স্টিফানো ওকাকা।

চেলসির শিরোপা জয়ের কারিগর অ্যান্তোনিও কন্তেকে শূণ্যে তুলে শিষ্যদের উদযাপন/ছবি: সংগৃহীতম্যাচ যখন সমতায় শেষের দিকে চেলসির ত্রাতার ভূমিকায় হাজির হন স্প্যানিশ তারকা ফ্যাব্রিগাস। নির্ধারিত সময়ের দুই মিনিট আগে জয়সূচক গোল উপহার দেন বিশ্বকাপ জয়ী এ মিডফিল্ডার। ইনজুরি সময়ে ডিফেন্ডার সেবাস্তিয়ান প্রোডলের লাল কার্ডে দশজনের দলে পরিণত হয় ওয়াটফোর্ড। রেফারি শেষ বাঁশি বাজানোর পর ঘরের মাঠে শিরোপা উল্লাসে মাতে কন্তের শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, ১৬ মে, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।