ঢাকা, সোমবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

ফুটবল

আনুষ্ঠানিকতার ম্যাচে মালদ্বীপে ঢাকার আবাহনী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৫ ঘণ্টা, মে ১৬, ২০১৭
আনুষ্ঠানিকতার ম্যাচে মালদ্বীপে ঢাকার আবাহনী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

এএফসি কাপে গ্রুপপর্ব থেকে আগেই বিদায় নিশ্চিত হয়ে গেছে ঢাকা আবাহনীর। টানা তিন ম্যাচ হেরে বিদায়ঘণ্টা বেজেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের। আনুষ্ঠানিকতা বজায় রাখতে নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে মালদ্বীপে অবস্থান করছে ঢাকা আবাহনী।

বুধবার (১৭ মে) মালের জাতীয় স্টেডিয়ামে ‘সি’ গ্রুপে থাকা মাজিয়া স্পোর্টিংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা।

মালদ্বীপের এ ক্লাবটির বিপক্ষে ম্যাচ দিয়েই এএফসি কাপ শুরু হয়েছিল আবাহনীর।

ঢাকায় গত ১৪ মার্চ অনুষ্ঠিত ওই ম্যাচে আবাহনীকে ২-০ গোলে হারিয়েছিল মাজিয়া।

গ্রুপ পর্বের চার ম্যাচে একটি মাত্র জয় পায় দ্রাগো মামিচের আবাহনী, সেটি বেঙ্গালুরু এফসির বিপক্ষে। এছাড়া, বাকি তিন ম্যাচই হেরেছে ঢাকার আকাশী-হলুদরা। ৩ পয়েন্ট নিয়ে তালিকার তলানিতে রয়েছে আবাহনী। তবে নিজেদের পঞ্চম ম্যাচটি খেলতে নামার আগে জয়ের স্মৃতি সঙ্গে থাকছে আবাহনীর। গত ৩ মে এএফসি কাপের বর্তমান রানার্সআপ বেঙ্গালুরু এফসিকে ২-০ গোলে হারিয়েছে আবাহনী।

আবাহনী ৩১ মে গ্রুপের শেষ ম্যাচটি খেলবে ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে, প্রতিপক্ষ ভারতের আই-লিগের দল মোহনবাগান।

৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারতের বেঙ্গালুরু। সমান সংখ্যক ম্যাচে সমান পয়েন্ট মালদ্বীপের ক্লাব মাজিয়া স্পোর্টসেরও। কিন্তু মুখোমুখি লড়াইয়ে বেঙ্গালুরুর কাছে হারায় দ্বিতীয় স্থানে মাজিয়া। একইভাবে সমান পয়েন্ট হয়েও শুধু মুখোমুখি লড়াইয়ে জেতায় মোহনবাগান তিনে এবং আবাহনীর অবস্থান চার নম্বরে।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, ১৬ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।