ঢাকা, সোমবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

ফুটবল

সারাজীবন বিয়ার পানের সুযোগ পাবেন রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, জুন ২২, ২০১৭
সারাজীবন বিয়ার পানের সুযোগ পাবেন রোনালদো ছবি: সংগৃহীত

স্পেনের কর আইনে বিরক্ত হয়ে রিয়াল মাদ্রিদ ছাড়তে পারেন ক্রিস্টিয়ানো রোনালদো, এমন খবর বেশ কিছুদিন ধরেই। গুঞ্জন আছে বিশ্বসেরা এই তারকার প্রতি আগ্রহ দেখিয়েছে জার্মানির একাধিক ক্লাব। এমন একটি ক্লাব রোনালদোকে পারিশ্রমিক হিসেবে অর্থের বদলে সারাজীবন পান করার মতো বিয়ার দিতে চেয়েছে।

রোনালদোকে পেতে চেয়েছিল জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ, এমন তথ্য প্রকাশ করেছিল বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম। তবে এমন গুঞ্জন উড়িয়ে দিয়ে ব্যাপারটিকে ‘পুরোপুরি ভিত্তিহীন’ বলে দাবি করেছেন ক্লাবটির প্রধান নির্বাহী কার্ল-হেইঞ্জ রামিঙ্গে।

সম্প্রতি রিয়াল মাদ্রিদ উইঙ্গার রোনালদোর ওপর ১৪.৭ মিলিয়ন ইউরো কর ফাঁকির অভিযোগ উঠে। আর এমন সংবাদ প্রকাশ করেছে স্প্যানিশ গণমাধ্যমগুলো। তাতে স্পেন ছেড়ে অন্যত্র খেলার কথা জানিয়েছেন রোনালদো। এরপরেই সংবাদমাধ্যমগুলোতে জানানো হয়, প্যারিস সেন্ট জার্মেইন, ম্যানচেস্টার ইউনাইটেড ও বায়ার্ন রোনালদোর প্রতি আগ্রহ দেখিয়েছে। তবে বুন্দেসলিগার চ্যাম্পিয়নরা একটা ব্যাপার পরিস্কার করে জানিয়েছে, এমন কোনো প্রস্তাবে তারা ইচ্ছুক না। এমনকি এটিকে তারা দিনের সেরা ধাপ্পাবাজি বলে জানিয়েছে।

বায়ার্নের সরে দাঁড়ানোর সুযোগে রোনালদোকে দলে পাওয়ার জন্য মুখিয়ে অন্য ক্লাবগুলো। তৃতীয় শ্রেণির জার্মান ক্লাব ফরচুনা ক্লোন রোনালদোকে তাদের সঙ্গে দলে যোগ দিতে বলছে। এর বিনিময়ে ক্লাবটি সম্মানী হিসেবে সারাজীবন রোনালদোকে বিয়ার পান করানোর প্রতিশ্রুতি দেয়।

জার্মানির তৃতীয় শ্রেণির এই ক্লাবটি টুইটারে প্রস্তাব দেয়, ‘হে ক্রিস্টিয়ানো, আমরা এখনো একজন স্ট্রাইকার খুঁজছি। আমাদের টাকা নেই, তবে আজীবন বিয়ার খাওয়াতে পারব!’

রিয়াল তারকা রোনালদোকে ৩১ জুলাই কর ফাঁকি দেওয়ার অভিযোগে হাজির হতে বলেছে আদালত। সে দিন পোজুয়েলোর আদালতে রোনালদোকে সকাল এগারোটা নাগাদ শুনানি শুরু হওয়া থেকেই হাজির হতে বলেছে আদালত। ছবি সত্ত্ব থেকে রোজগার বাবদ এক কোটি সাতচল্লিশ লক্ষ ইউরো কর ফাঁকি দিয়েছেন বলে এর আগেই অভিযোগ উঠেছিল সিআর সেভেনের নামে। যার পরেই তিনি রিয়াল মাদ্রিদ ছাড়তে পারেন বলে জল্পনা তৈরি হয়।

এদিকে যাকে নিয়ে এত বিতর্ক, সেই রোনালদো এখন ব্যস্ত রাশিয়ায় নিজ দেশ পর্তুগালের জার্সিতে কনফেডারেশন কাপ খেলতে।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, ২২ জুন ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।