ঢাকা, সোমবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

ফুটবল

ম্যানইউ অধ্যায়ের ইতি টেনে শৈশবের ক্লাবে রুনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৮ ঘণ্টা, জুলাই ১০, ২০১৭
ম্যানইউ অধ্যায়ের ইতি টেনে শৈশবের ক্লাবে রুনি ওয়েইন ‍রুনি/ছবি: সংগৃহীত

ম্যানচেস্টার ইউনাইটেডে ১৩ বছরের ক্যারিয়ারের ইতি টেনে শৈশবের ক্লাব এভারটনের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছেন ওয়েইন ‍রুনি। অন্যদিকে, এভারটন থেকে ম্যানইউতে যোগ দিচ্ছেন বেলজিয়ান স্ট্রাইকার রোমেলু লুকাকু।

ফ্রি ট্রান্সফারে দুই বছরের চুক্তিতে এভারটনে প্রত্যাবর্তন করলেন ইংলিশ আইকন রুনি। যেখানে লুকাকুর ১০ নম্বর জার্সি গায়ে জড়াবেন ৩১ বছর বয়সী এ তারকা ফরোয়ার্ড।

নিজেদের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।

এভারটনে রুনির ফুটবলের হাতেখড়ি। যুব একাডেমিতে বেড়ে উঠেছেন। ২০০২ সালে পেশাদার প্রতিযোগিতায় অভিষেক ঘটে তার। সিনিয়র টিমে দুই মৌসুম খেলার পর ১৮ বছর বয়সে পাড়ি জমান ম্যানইউতে।

রেড ডেভিলসদের জার্সিতে এই ১৩ মৌসুমে সব মিলিয়ে ৫৫৯টি ম্যাচ খেলেছেন। গোল ২৫৩। যার মধ্যে প্রিমিয়ার লিগে ৩৯৩ ম্যাচে প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছেন ১৮৩ বার। এভারটনে দুই মৌসুমে ৭৭ ম্যাচে ১৭টি গোল করেছিলেন (লিগে ৬৭ ম্যাচে ১৫)। এবার দ্বিতীয় মেয়াদে সাবেক ক্লাবে ফিরলেন অভিজ্ঞ ওয়েইন রুনি।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, ১০ জুলাই, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।