ঢাকা, সোমবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

ফুটবল

বার্সার রক্ষণে যুক্ত হচ্ছেন পর্তুগিজ ডিফেন্ডার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৭
বার্সার রক্ষণে যুক্ত হচ্ছেন পর্তুগিজ ডিফেন্ডার নেলসন সেমেদো/ছবি: সংগৃহীত

রক্ষণভাগের শক্তি জোরদারে উদীয়মান পর্তুগিজ ডিফেন্ডার নেলসন সেমেদোকে দলে ভেড়াচ্ছে বার্সেলোনা। বেনফিকার সঙ্গে মতৈক্যে পৌঁছেছে স্প্যানিশ জায়ান্টরা। মেডিকেল পরীক্ষাটাই কেবল বাকি। এর পরই আনুষ্ঠানিকভাবে চুক্তির ঘোষণা দেওয়া হবে।

গত বছর দানি আলভেসের বিদায়ের পর থেকে রাইটব্যাকে তার উত্তরসূরি খুঁজছে বার্সা। সেই লক্ষ্যে ২৩ বছর বয়সী সেমেদোকে টার্গেট করে কাতালানরা।

সম্ভাব্য ট্রান্সফার ফি ধরা হয়েছে বোনসসহ ৩৫ মিলিয়ন ইউরো। বেনফিকার অন্যতম উজ্জ্বল প্রতিভাবান খেলোয়াড় তিনি।

পেশাদার ফুটবলের সর্বোচ্চ লেভেলে ক্লাব ও জাতীয় দলের জার্সিতে খুব দ্রুত উন্নতি করছেন সেমেদো। সবশেষ কনফেডারেশন কাপে পর্তুগালের হয়ে খেলেছিলেন। ঘরোয়া ট্রেবল জয়ী মৌসুমে বেনফিকার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।

স্বদেশী ক্লাবটির সিনিয়ার টিমে দুই সিজন (২০১৫-১৭) কাটিয়েছেন সেমেদো। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মোট ৬৪টি ম্যাচ খেলেছেন। এবার তার সামনে বার্সায় নিজেকে মেলে ধরার চ্যালেঞ্জ।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, ১৪ জুলাই, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।