ঢাকা, শুক্রবার, ৪ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

ফুটবল

‘কোণঠাসা’ রিয়ালের সামনে ছন্দময় বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৯, জুলাই ২৮, ২০১৭
‘কোণঠাসা’ রিয়ালের সামনে ছন্দময় বার্সা যুক্তরাষ্ট্রে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে মুখোমুখি রিয়াল-বার্সা/ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে প্রাক মৌসুমের প্রস্তুতিতে টানা দুই ম্যাচ জিতে ছন্দে বার্সেলোনা। উল্টোচিত্র চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ শিবিরে। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে টাইব্রেকারে হারের পর ম্যানসিটির কাছে (৪-১) স্রেফ উড়ে গেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। এবার চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার বিপক্ষে ‘এল ক্লাসিকোতে’ ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ।

ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে (আইসিসি) নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দু্ই স্প্যানিশ জায়ান্ট বার্সা ও রিয়াল। রোববার (৩০ জুলাই) ফ্লোরিডার সান লাইফ স্টেডিয়ামে বহুল প্রতীক্ষিত ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টা পাঁচ মিনিটে।

বলা বাহুল্য, কাতালানরা পূর্ণ শক্তির দল নিয়ে নিজেদের ঝালিয়ে নিলেও ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই আইসিসি ইভেন্ট পার করছে লস ব্লাঙ্কসরা। পর্তুগালের হয়ে কনফেডারেশনস কাপ খেলায় ছুটিতে ফুটবলের বাইরে সময়টা উপভোগ করছেন সিআর সেভেন।

জুভেন্টাস ও ম্যানইউর বিপক্ষে টানা দুই ম্যাচেই বার্সার জয়ের নায়ক নেইমার। তিনটি গোলই করেছেন ব্রাজিলিয়ান সেনসেশন। বুঝিয়ে দিয়েছেন দলের জন্য তিনি কতটা গুরুত্বপূর্ণ। মাঠের খেলা ছাপিয়ে সাম্প্রতিক সময় জুড়ে নেইমারের পিএসজিতে পাড়ি জমানোর সম্ভাবনার গুঞ্জন আলোড়ন তোলে গোটা ফুটবল বিশ্বেই। যদিও নিজ মুখে কখনোই বার্সা ছাড়ার কথা বলেননি পেলের উত্তরসূরি!

প্রসঙ্গত, নতুন মৌসুমের শুরুতেও রিয়াল-বার্সা ফুটবল মহারণ উপভোগ করবে ফুটবলপ্রেমীরা। স্প্যানিশ সুপার কাপের লড়াইয়ে নামবে গতবারের লিগ চ্যাম্পিয়ন ও কোপা দেল রে জয়ীরা। ১৩ আগস্ট ন্যু ক্যাম্পে প্রথম লেগ ও তিনদিন পর সান্তিয়াগো বার্নাব্যুতে শিরোপা নির্ধারণী ফিরতি পর্বের ম্যাচ। ম্যাচ শুরুর সময় এখনো প্রকাশ করা হয়নি।

তার আগে মেসিডোনিয়ায় উয়েফা সুপার কাপ মিশনে যাবে গ্যালাকটিকোরা। প্রতিপক্ষ ইউরোপা লিগ চ্যাম্পিয়ন হোসে মরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেড। আগামী ৮ আগস্ট (মঙ্গলবার) বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ২৮ জুলাই, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।