ঢাকা, সোমবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

ফুটবল

রোমাঞ্চকর ম্যাচে রিয়ালকে লজ্জায় ডোবালো বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১২ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৭
রোমাঞ্চকর ম্যাচে রিয়ালকে লজ্জায় ডোবালো বার্সা ছবি: সংগৃহীত

দুই ম্যাচের গোল খরা কাটিয়ে ‘এল ক্লাসিকো’র তিন মিনিটেই সতীর্থদের উদযাপনের মধ্যমণি লিওনেল মেসি। চার মিনিট না যেতেই স্কোরলাইন ২-০ করেন ইভান রাকিটিচ। বার্সেলোনার উড়ন্ত শুরুতে রিয়াল মাদ্রিদ শিবিরে তখন দুশ্চিন্তার ছাপ। মাতেও কোভাচিচের হাত ধরে মিনিট কয়েক বাদেই স্বস্তি ফেরে জিনেদিন জিদানের চোখেমুখে।

যুক্তরাষ্ট্রে প্রাক মৌসুমের প্রস্তুতিতে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের (আইসিসি) বহুল প্রতীক্ষিত রিয়াল-বার্সা হাইভোল্টেজ ম্যাচের শুরুটা ছিল এমনই রোমাঞ্চে ভরপুর। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর আক্রমণ-পাল্টা আক্রমণাত্মক ফুটবল উপভোগ করেন দর্শকরা।

শেষ হাসি হাসে বার্সাই।  নির্ধারিত সময় শেষে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা। এর মধ্য দিয়ে আইসিসি ইভেন্টে শতভাগ সাফল্য উদযাপন করলো তারা। শিরোপা জিতে ২০১৭-১৮ সিজনের জন্য প্রস্তুতিটা হলো দুর্দান্ত। বিপরীত চিত্র রোনালদোবিহীন রিয়াল শিবিরে একরাশ হতাশা আর লজ্জাই সঙ্গী হলো। তিন ম্যাচেই হারের হতাশায় পুড়লো লা লিগা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। এ নিয়ে বার্সার বিপক্ষে সবশেষ ছয় ম্যাচের মধ্যে চারটিতেই ধরাশায়ী হলো গ্যালাকটিকোরা।

ফ্লোরিডার মিয়ামি গার্ডেনসের সান লাইফ স্টেডিয়ামে মেসিকে প্রথমে মার্সেলো প্রতিহত করলেও ফিরতি বল পেয়ে আর্জেন্টাইন আইকনকে বাড়িয়ে দেন সার্জিও বুসকেটস। ডি-বক্সে ঢোকার পর বা পায়ের শট রাফায়েল ভারানের পা ছুঁয়ে জালে। দ্বিতীয় গোলে নেইমারের আড়াআড়ি পাসে মার্সেলোকে বোকা বানিয়ে পেছনে থাকা রাকিটিচকে ছেড়ে দেন লুইস সুয়ারেজ। ডি-বক্স সীমানা থেকে নিখুঁত ফিনিশিং টানেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার।

.বিরতির পর যেন প্রথমার্ধের পুনরাবৃত্তি! রিয়ালের রক্ষণভাগকে তছনছ করার মিশন নিয়েই যেন নামে আর্নেস্টো ভালভার্ডের বার্সা। পঞ্চাশ মিনিটের মাথায় নেইমারের ফ্রি-কিক থেকে ডান পায়ের টোকায় অনায়াসেই স্কোরশিটে নাম লেখান পিকে। লিড নিয়ে টানা দুই ম্যাচ জেতা ছন্দময় কাতালানদের আক্রমণের গতিও বেড়ে যায়। থিতু হতে হিমশিম খেতে হয় জিদানের শিষ্যদের। শেষ পর্যন্ত পিকের গোলটিই ফল নির্ধারক হয়।  

আইসিসি ইভেন্টে বার্সার সাফল্যের বিপরীতে লস ব্লাঙ্কসদের এক একটি মুখ নিদারুণ হতাশার প্রতিচ্ছবি। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে টাইব্রেকারে হারের পর ম্যানসিটির কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয় স্প্যানিশ জায়ান্টরা। অন্যদিকে, জুভেন্টাস ও ম্যানইউকে হারিয়েছে কাতালানরা। দুই ম্যাচেই জয়ের নায়ক নেইমার। দলের তিনটি গোলই করেন ব্রাজিলিয়ান সেনসেশন।

রিয়ালের বিপক্ষে মেসির গোলে ফেরার ম্যাচে নেইমার একাধিক সুযোগ পেয়েও টানা তিন ম্যাচে ট্রেডমার্ক উদযাপন করতে পারেননি। ‘এমএসএন’ ত্রয়ীর লুইস সুয়ারেজ তিন ম্যাচেই থাকলেন ফিনিশিংয়ে নিষ্প্রভ!

.প্রসঙ্গত, প্রাক মৌসুমের এল ক্লাসিকো তো গেল। ২০১৬-১৭ সিজনের শুরুতেও রিয়াল-বার্সা ফুটবল মহারণ উপভোগের সুযোগ পাচ্ছেন ফুটবলপ্রেমীরা। স্প্যানিশ সুপার কাপের লড়াইয়ে নামবে গতবারের লিগ চ্যাম্পিয়ন ও কোপা দেল রে জয়ীরা। ১৩ আগস্ট ন্যু ক্যাম্পে প্রথম লেগ ও তিনদিন পর সান্তিয়াগো বার্নাব্যুতে শিরোপা নির্ধারণী ফিরতি পর্বের ম্যাচ। ম্যাচ শুরুর সময় এখনো প্রকাশ করা হয়নি।

তার আগে মেসিডোনিয়ায় উয়েফা সুপার কাপ মিশনে নামবে রিয়াল। প্রতিপক্ষ ইউরোপা লিগ চ্যাম্পিয়ন হোসে মরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেড। আগামী ৮ আগস্ট (মঙ্গলবার) বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশ সময়: ০৮১২ ঘণ্টা, ৩০ জুলাই, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।