ঢাকা, সোমবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

ফুটবল

নিজের ভবিষ্যত নিয়ে শঙ্কায় চেলসি কোচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৭
নিজের ভবিষ্যত নিয়ে শঙ্কায় চেলসি কোচ নিজের ভবিষ্যত নিয়ে শঙ্কায় চেলসি কোচ-ছবি:সংগৃহীত

প্রাক মৌসুম টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে ইন্টার মিলানের বিপক্ষে হেরে মৌসুম শুরু হওয়ার আগেই নিজের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়লেন আন্তোনিও কোন্তে! শনিবার সিঙ্গাপুরে ১-২ গোলে হারের পর গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন চেলসি।

পরে সংবাদ সম্মেলনে কোন্তে বলেন, ‘জোসে মোরিনহোর কোচিংয়ে ২০১৫ সালে ইপিএল জিতেছিল চেলসি। কিন্তু পরের মৌসুমেই মুখ থুবড়ে পড়ে দল।

এর জন্য চাকরি খোয়াতে হয়েছিল ‘দ্য স্পেশ্যাল ওয়ান’কে। ইপিএলে দশম স্থানে শেষ করেছিল চেলসি। আমি চাই না তার পুনরাবৃত্তি হোক। ’ 

শুধু মোরিনহো নন, লিচেস্টার সিটিকে প্রথমবার চ্যাম্পিয়ন করার পরেও ক্লাদিও রানিয়েরি বরখাস্ত হওয়ার ঘটনাও মনে পড়ে গিয়েছে তার। কোন্তে বলেন, ‘রানিয়েরিকেও সরে যেতে হয়েছিল ব্যর্থতার দায় নিয়ে। তাই আমাদের এ বার অনেক বেশি সতর্ক থাকতে হবে। ’

আলভারো মোরাতাকে প্রথম একাদশে রেখে ৩-৪-৩ ফর্মেশনে ইন্টার মিলানের বিপক্ষে দল নামিয়েছিলেন কোন্তে। কিন্তু ইতালির দলটির বিরুদ্ধে কখনওই চেনা মেজাজে পাওয়া যায়নি চেলসি ফুটবলারদের।

ম্যাচের পর সাংবাদিক বৈঠকে হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে কোন্তে বলেন, ‘আমাদের দলে এ বছর প্রচুর তরুণ ফুটবলার। ওদের আরও সময় দিতে হবে। ’

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, ৩০ জুলাই, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।