ঢাকা, সোমবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

ফুটবল

রিয়ালের সমস্যা কমাবে নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৬ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৭
রিয়ালের সমস্যা কমাবে নেইমার রামোস ও নেইমার-ছবি:সংগৃহীত

বার্সেলোনা তারকা নেইমার প্যারিস সেন্ট জার্মেইয়ে পাড়ি দিচ্ছেন। এমন গুঞ্জন চলছে প্রায় এক মাস ধরে। তবে এই গুঞ্জনের পালে এবার নতুন করে হাওয়া দিলেন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের অধিনায়ক সার্জিও রামোস। তিনি জানান, নেইমার বার্সা ছাড়লে রিয়ালের জন্যই ভালো।

ক’দিন আগেই নেইমারের সঙ্গে নতুন চুক্তিতে যায় বার্সা। যেখানে তার বাই আউট ক্লজ দাঁড়ায় ২২২ মিলিয়ন ইউরোর মতো কঠিন অঙ্ক।

তবে এই অর্থেই কিনা নেইমারকে দলে ভেড়াতে রাজি পিএসজি।

এদিকে প্রাক মৌসুমে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে মুখোমুখি হয়েছিল বার্সা ও রিয়াল। যেখানে রোমাঞ্চ ছড়িয়ে ৩-২ ব্যবধানে জয় পায় বার্সা। এ ম্যাচে গোল করতে না পারলেও নেইমার বুঝিয়ে দেন কেন তাকে নিয়ে এত আলোচনা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রামোসের কাছে জানতে চাওয়া হয় নেইমারের ভবিষ্যত সম্পর্কে। এ সময় তিনি বলেন, ‘আমি জানি না, তবে সবারই তার ভবিষ্যত পছন্দ করার অধিকার আছে। আমি আশাকরি সে ক্লাব ছাড়বে। এটা রিয়ালের সমস্যা কমাবে। ’

স্পেন জাতীয় দলের এ তারকা আরও বলেন, ‘আজ আমি নেইমারের সঙ্গে জার্সি বদল করেছি। আর আশাকরি বার্সায় এটাই তার সঙ্গে আমার শেষ জার্সি বদল। ’

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, ৩০ জুলাই, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।