ঢাকা, রবিবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

ফুটবল

মেসির আর্জেন্টিনার সামনে সুয়ারেজহীন উরুগুয়ে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৮ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৭
মেসির আর্জেন্টিনার সামনে সুয়ারেজহীন উরুগুয়ে ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার নতুন কোচ জর্জ সাম্পাওলির শুরুটা হয়েছে জয় দিয়ে। ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচে জয় তুলে নিয়েছিল আর্জেন্টাইনরা। তবে, মেসি-দিবালা-আগুয়েরোদের নিয়ে প্রথমবারের মতো সাম্পাওলি মুখোমুখি হতে যাচ্ছেন আন্তর্জাতিক ম্যাচের চ্যালেঞ্জিং পরীক্ষায়।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিল বিবেচনায় আর্জেন্টিনার জন্য এ ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। ‘মাস্ট উইন গেম’ বলা চলে।

মৌসুমের শুরুতেই বার্সেলোনার জন্য দুঃসংবাদ বয়ে আনে লুইস সুয়ারেজের ইনজুরি। অন্তত এক মাস তাকে মাঠের বাইরে থাকতে হবে। উরুগুয়ের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের পরবর্তী ম্যাচ খেলতে পারবেন না এ তারকা ফরোয়ার্ড। ফলে, ক্লাব সতীর্থ মেসির আর্জেন্টিনার বিপক্ষে দর্শকের ভূমিকায় থাকতে হবে হালের উরুগুইয়ান এই তারকা স্ট্রাইকারকে। গত ১৬ আগস্ট স্প্যানিশ সুপার কাপে রিয়াল মাদ্রিদের মাঠে ২-০ গোলে হারের ম্যাচে শেষদিকে ইনজুরি আক্রান্ত হন সুয়ারেজ।

বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের মাঠে সুয়ারেজের অনুপস্থিতি মেসির আর্জেন্টিনার জন্য স্বস্তিদায়কই বটে! এক বিবৃতিতে বার্সেলোনা ও উরুগুইয়ান ফুটবল অ্যাসোসিয়েশন নিশ্চিত করেছে লা লিগা সিজনের শুরুতে এবং আর্জেন্টিনার বিপক্ষে ওয়ার্ল্ডকাপ কোয়ালিফায়ার ম্যাচ মিস করবেন সুয়ারেজ।

১৪ ম্যাচ শেষে ২২ পয়েন্ট নিয়ে আলবিসেলেস্তেদের অবস্থান পঞ্চম। সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিতে থাকতে হবে শীর্ষ চারে। পাঁচ নম্বরে থাকা দলকে প্লে-অফের বাধা পেরোতে হবে। এক পয়েন্ট এগিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে উরুগুয়ে। আর মাত্র চারটি করে ম্যাচ বাকি। সর্বোচ্চ ৩৩ পয়েন্ট নিয়ে এই গ্রুপে ব্রাজিল শীর্ষে থাকায় কলম্বিয়া ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। উরুগুয়ে ২৩ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় অবস্থানে। সমান পয়েন্ট নিয়ে চিলি চতুর্থ।

রাশিয়া বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে উরুগুয়ে ও ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার ২৩ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। এটাই হবে সাম্পাওলির প্রথম কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে আর্জেন্টিনায় ফিরেই সতীর্থ হাভিয়ের মাসচেরানো, সার্জিও আগুয়েরো, ডি মারিয়া ও পাওলো দিবালাদের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন বার্সার তারকা আইকন মেসি।

১ সেপ্টেম্বর উরুগুয়ের মাঠে খেলবে মেসি বাহিনী। আর ৫ সেপ্টেম্বর নিজেদের মাঠে ভেনেজুয়েলাকে আতিথ্য দেবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

জুভিদের তারকা দিবালা থাকলেও দলে জায়গা মেলেনি আর্জেন্টিনার হয়ে ৬৯ ম্যাচে ৩১ গোল করা হিগুয়েনের। মেসির সঙ্গে আক্রমণভাগে দিবালা ছাড়াও থাকতে পারেন ইন্টার মিলানের অধিনায়ক মাউরো ইকার্দি, ম্যানসিটির আগুয়েরো।  

আর্জেন্টিনা দল:
গোলরক্ষক: নাহুয়েল গুসমান, সার্জিও রোমেরো, জেরোনিমো রুলি।
ডিফেন্ডার: ফেদেরিকো ফাসিও, গাব্রিয়েল মের্কাদো, হাভিয়ের মাসচেরানো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস পারেহা।
মিডফিল্ডার: মার্কোস আকুনা, এভার বানেগা, লু্কাস বিগলিয়া, অ্যাঞ্জেল ডি মারিয়া, ফের্নান্দেস, মানুয়েল লানসিনি, লিয়েন্দ্রো পারেদেস, গিদো পিসাররো, এদুয়ার্দো সালভিও।
ফরোয়ার্ড: সার্জিও আগুয়েরো, কোররেয়া, পাওলো দিবালা, মাউরো ইকার্দি ও লিওনেল মেসি।

বাংলাদেশ সময়: ০৭৪০ ঘণ্টা, ৩১ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।