ঢাকা, রবিবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

ফুটবল

চ্যাম্পিয়নস লিগের শুরুতেই নেই ডি মারিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৭
চ্যাম্পিয়নস লিগের শুরুতেই নেই ডি মারিয়া ছবি: সংগৃহীত

ইউরোপিয়ান প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্যের লক্ষ্যে দলবদলের বাজারে ‍কাড়ি কাড়ি অর্থ ঢেলে শক্তিশালী স্কোয়াড গড়েছে পিএসজি। চ্যাম্পিয়নস লিগের এবারের আসরে ভিন্ন রূপেই আবির্ভাব হতে যাচ্ছে ফ্রেঞ্চ জায়ান্টরা।

বার্সেলোনা থেকে ব্রাজিলিয়ান আইকন নেইমারের পর সামার ট্রান্সফার উইন্ডো জুড়ে আলোচিত মোনাকোর উঠতি ফ্রেঞ্চ ফরোয়ার্ড কাইলিয়ান এমবাপ্পেকেও দলে ভিড়িয়েছে প্যারিসের ক্লাবটি। ইউরোপিয়ান ক্লাব ফুটবলে অন্যতম সেরা আক্রমণভাগ এখন পিএসজির দখলে।

নামও দেয়া হয়েছে ‘এএমই’ ত্রয়ী। নেইমার ও এমবাপ্পের সঙ্গে এডিনসন কাভানি।

সেল্টিকের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ মিশন শুরু করবে পিএসজি। গ্রুপপর্বে দুই প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ ও আন্ডারলেখট। কিন্তু তার আগে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে অ্যাঙ্গেল ডি মারিয়ার ইনজুরি। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাই ম্যাচে (১-১, ভেনেজুয়েলার বিপক্ষে) হ্যামস্ট্রিংয়ে চোট নিয়ে মাঠ ছাড়েন এ তারকা উইঙ্গার।

ডি মারিয়াকে ছাড়াই মাঠে নামতে হবে পিএসজিকে। অন্তত এক মাস খেলার বাইরে থাকতে হতে পারে। প্যারিসে ফেরার পর পরীক্ষা করার পরই তা নিশ্চিত করবে মেডিকেল টিম। ব্রাজিলিয়ান সেন্টারব্যাক থিয়াগো সিলভাকে নিয়েও রয়েছে সংশয়।

আগামী মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) স্বাগতিক সেল্টিকের মুখোমুখি হবে ডি মারিয়াবিহীন পিএসজি। খেলা শুরু বাংলাদেশ সময় দিবাগত ‍রাত পৌনে ১টায়। এর চারদিন আগে একই সময়ে মেটজের মাঠে ঘরোয়া লিগ ম্যাচ।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, ৭ সেপ্টেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।