ঢাকা, রবিবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

ফুটবল

স্বাগতিক রিয়ালকে রুখে দিল লেভান্তে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৭
স্বাগতিক রিয়ালকে রুখে দিল লেভান্তে ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ব্যস্ততা শেষে আবারো জমে ওঠার অপেক্ষায় ক্লাব ফুটবলের মহাযজ্ঞ। এরই মাঝে মাঠে নেমেছিল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে দলের প্রাণভোমরা ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই নেমেছিল রিয়াল। নিষেধাজ্ঞা থাকায় নেই রোনালদো।

লা লিগার নতুন এই মৌসুমে নিজেদের তৃতীয় ম্যাচে লেভান্তের বিপক্ষে ঘাম ঝরিয়েও জয়ের দেখা পায়নি রিয়াল। ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দলটি।

৩ ম্যাচ খেলে রিয়ালের সংগ্রহ দাঁড়ালো ৫ পয়েন্ট। সবশেষ দুই ম্যাচেই জয়হীন দলটি।  দেপোর্তিভো লা করুনাকে ৩-০ গোলে হারিয়ে লিগ শুরু করা রিয়াল গত ম্যাচে ঘরের মাঠে ভালেন্সিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল।

ম্যাচের ১২তম মিনিটেই পিছিয়ে পড়ে রিয়াল। জিনেদিন জিদানের শিষ্যরা নিজেদের মাঠে পিছিয়ে পড়লেও প্রথমার্ধেই লেভান্তের জালের দেখা পায়। খেলার ৩৬তম মিনিটে সমতায় ফেরে বার্নাব্যুর দলটি।

খেলার ১২ মিনিটের মাথায় ইভান লোপেজের অ্যাসিস্ট থেকে আলভি লোপেজের গোলে এগিয়ে যায় লেভান্তে। আগের দুই ম্যাচের একটিতে জয় আর একটিতে ড্র করা রিয়ালকে ম্যাচে ফেরান লুকাস ভাজকুয়েজ। ম্যাচের ৩৬তম মিনিটে স্বস্তির গোলটি করে স্বাগতিকদের সমতায় ফেরান তিনি। প্রথমার্ধে ১-১ গোলের সমতায় বিরতিতে যায় দুই দল।

১৪তম মিনিটে ফরাসি তারকা রিয়ালের বেনজেমার দারুণ একটি শট রুখে দেন লেভান্তের গোলরক্ষক। ৩১ মিনিটের মাথায় আলভি লোপেজের ডীপ শট রিয়ালের গোলবারের ওপর দিয়ে বাইরে চলে যায়। ছবি: সংগৃহীতদ্বিতীয়ার্ধের পুরো সময় দুই দলের প্রচেষ্টায় ব্যর্থতার ভারই বেশি দেখা যায়। ৫০ মিনিটের মাথায় সুযোগের পুরোপুরি ব্যবহার করতে পারেনি লেভান্তের স্ট্রাইকাররা। ৬০তম মিনিটে ফার্নান্দেজ-অ্যাসেনসিও-কারভাহালের প্রচেষ্টা ব্যর্থ হয়। দুই মিনিট পরেই গ্যারেথ বেল হতাশ হন। ৬৫ মিনিটের মাথায় টনি ক্রুসের প্রচেষ্টাও সফল হয়নি। ৮২ মিনিটে বেল আর ৮৮ মিনিটে ফার্নান্দেজের শট লেভান্তের গোলরক্ষক রুখে দিলে হতাশা বাড়ে স্বাগতিকদের।

৮৯তম মিনিটের মাথায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রিয়ালের ব্রাজিল তারকা মার্সেলো। তবে, দশজনের রিয়ালের বিপক্ষে বাকি সময় সুবিধা আদায় করতে পারেনি লেভান্তে।

৪-২-৩-১ ফরমেশনে রিয়ালের জার্সিতে প্রথম একাদশে ছিলেন ক্যাসিয়া, কারভাহাল, নাচো, রামোস, মার্সেলো, লোরেন্তে, ক্রুস, ভাজকুয়েজ, অ্যাসেনসিও, হার্নান্দেজ এবং বেনজেমা। ২৮তম মিনিটে বেনজেমার বদলি হিসেবে মাঠে নামেন গ্যারেথ বেল।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ৯ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।