ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বিশ্বকাপ স্বপ্ন শেষ বেলদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৭
বিশ্বকাপ স্বপ্ন শেষ বেলদের ইনজুরির কারণে নিজ দলের হার গ্যালারিতে বসে দেখলেন বেল-ছবি:সংগৃহীত

২০১৮ রাশিয়া বিশ্বকাপে যাওয়ার স্বপ্ন শেষ হয়ে গেল ওয়েলসের। রিপাবলিক অফ আয়ারল্যান্ডের বিপক্ষে ১–০ গোলে হেরে গেল রিয়াল মাদ্রিদ তারকা গ্যারেথ বেলের দল। খেলার প্রথমার্ধ ছিল গোলশূন্য। ৫৭ মিনিটে একমাত্র গোলটি করেন আয়ারল্যান্ডের ম্যাকক্লিন।

এর আগে গতবছর ইউরো কাপে চমকে দিয়েছিল ওয়েলস। তারপর থেকেই গ্যারেথ বেলদের নিয়ে প্রত্যাশা বেড়ে যায়।

প্লে–অফে যাওয়ার জন্য শেষ ম্যাচে জয় দরকার ছিল তাদের। কিন্তু হেরে যাওয়ায় সেই আশাও শেষ।  

যদিও চোটের জন্য বেলের না থাকা ম্যাচে বড় পার্থক্য গড়ে দেয়। যার ফলে ঘরের মাঠে স্বপ্নভঙ্গ হল ওয়েলসের।  ‘ডি’ গ্রুপে জর্জিয়াকে ১-০ গোলে হারিয়ে সরাসরি রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নিয়েছে সার্বিয়া।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, ১০ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।