ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

আর্সেনালের উৎসবের রাতে লিভারপুলের লজ্জা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
আর্সেনালের উৎসবের রাতে লিভারপুলের লজ্জা আর্সেনালের উৎসবের রাত-ছবি:সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত খেলে জয়ে ফিরলো আর্সেনাল। এভারটনকে ৫-২ ব্যবধানে হারায় আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। তবে অন্য ম্যাচে টটেনহ্যামের বিপক্ষে ৪-১ ব্যবধানের লজ্জার হার বরণ করেছে লিভারপুল।

রোববার এভারটনের মাঠ গুদিসন পার্কে খেলতে যায় আর্সেনাল। এর আগে গত সপ্তাহে ওয়াটফোর্ডের মাঠে ২-১ গোলে হেরেছিল আর্সেনাল।

এদিনও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক স্ট্রাইকার ওয়েন রুনি খেলার ১২ মিনিটে স্বাগতিকদের হয়ে গোল করলে ফের হারের শঙ্কা জাগে গানার শিবিরে।

তবে ৪০ মিনিটে নাচো মনরিয়েল সমতায় ফেরান আর্সেনালকে। আর দ্বিতীয়ার্ধে মেসুত ওজিল (৫৩), আলেকজান্দ্রো লাকাজাট্টে (৭৪) ও অ্যারন রামসি (৯০) গোল করলে হায় প্রায় নিশ্চিত হয় এভারটনের। কিন্তু যোগ করা সময়ে নিয়াসে গোল করে ব্যবধান কমান। তবে শেষ মিনিটে অ্যালেক্সিস সানচেজ আরও একটি গোল করলে গোল উৎসব করে আর্সেনাল।

এদিনে ওয়েম্বলি স্টেডিয়ামে দিনের আরেক ম্যাচে হ্যারি কেনের জোড়া গোলে লিভারপুলকে ৪-১ ব্যবধান উড়িয়ে দিয়েছে টটেনহ্যাম হটস্পার। স্বাগতিকদের অন্য দুই গোলদাতা সন হিউং-মিন ও ডেলে আলি। লিভারপুলের একমাত্র গোলটি করেন মোহামেদ সালাহ।

লিগ টেবিলে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। ৫ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ২০ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে তৃতীয় স্থানে আছে টটেনহ্যাম। ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে আর্সেনাল। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে চতুর্থ স্থানে চেলসি।

১৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ওয়াটফোর্ড। ১ পয়েন্ট কম নিয়ে সপ্তম নিউক্যাসল ইউনাইটেড। বার্নলির সমান ১৩ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে নবম স্থানে রয়েছে লিভারপুল।

বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, ২৩ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।