ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

চুয়াডাঙ্গা গোল্ডকাপ টুর্নামেন্টে ফাইনালে সিরাজগঞ্জ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
চুয়াডাঙ্গা গোল্ডকাপ টুর্নামেন্টে ফাইনালে সিরাজগঞ্জ চুয়াডাঙ্গা গোল্ডকাপ টুর্নামেন্টে ফাইনালে সিরাজগঞ্জ

চুয়াডাঙ্গা: জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সেমিফাইনালের শেষ ম্যাচে জয়পুরহাট জেলা দলকে ৩-১ গোলে হারিয়ে নিজেদের ফাইনাল নিশ্চিত করেছে সিরাজগঞ্জ জেলা একাদশ।

সোমবার (২৩ অক্টোবর) দুপুর ৩টায় চুয়াডাঙ্গা স্টেডিয়ামে মুখোমুখি হয় উত্তরাঞ্চলের দুই শক্তিধর দল জয়পুরহাট ও সিরাজগঞ্জ জেলা একাদশ।

খেলা শুরুর প্রথমার্ধের ১৩ মিনিটের মাথায় সিরাজগঞ্জ একাদশের পক্ষে ৮ নং জার্সিধারী বিদেশি খেলোয়াড় রিচার্ড দলকে ১-০ তে এগিয়ে নেন।

এরপর থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে সিরাজগঞ্জ একাদশ। প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে দফায় দফায় আক্রমণ চালাতে থাকে সিরাজগঞ্জ জেলা একাদশের খেলোয়াড়রা।

প্রথমার্ধের ৪৪ মিনিটের মাথায় সিরাজগঞ্জ একাদশের ৯ নং জাসির্ধারী সুজন গোল করে নিজেদের ২-০ তে এগিয়ে রাখেন।

খেলার দ্বিতীয়য়ার্ধে ৮ মিনিটের মাথায় জয়পুরহাট দলের ১৬ নং জার্সিধারী হাফিজ সিরাজগঞ্জের জালে বল জড়িয়ে ২-১ এ সমতা ফেরানোর চেষ্টা করেন।

কিন্তু ৩০ মিনিটের মাথায় সিরাজগঞ্জ একাদশের বিদেশি খেলোয়াড় ইউরোপিয়ান দলের পক্ষে তৃতীয় গোল করে দলকে বিজয়ী করে ফাইনাল নিশ্চিত করেন।  

২৭ অক্টোবর এ টুর্নামেন্টর ফাইনাল খেলায় একই ভেন্যুতে মুখোমুখি হবে স্বাগতিক চুয়াডাঙ্গা জেলা একাদশ বনাম সিরাজগঞ্জ জেলা একাদশ।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, ২৩ অক্টোবর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।