কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, ব্রিটিশ এমপি রোজ আপাতত সেই সুযোগটি পাচ্ছেন না। রোজের রেফরিং ক্যারিয়ার প্রায় ১৫ বছরের আর স্কটল্যান্ডের মোরের কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন ১০ বছর আগে।
স্কটিশ কনজারভেটিভ পার্টির এই এমপি চলতি মাসের শুরুতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ পরিচালনা করতে গিয়ে বিপাকে পড়েছিলেন। সে ম্যাচে অংশ নিয়েছিল বার্সেলোনা এবং অলিম্পিয়াকোস। ওই সময়ে হাউজ অব কমেন্সের সমাজ কল্যাণ নীতির বিষয়ে একটি ভোটাভুটিতে অংশ না নেয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।
সম্প্রতি এক বিবৃতিতে ডগলাস রোজ জানান, সংসদ অধিবেশন শুরু হলে তিনি আর ফুটবলের রেফারিং করবেন না। অধিক সংখ্যক আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করা থেকেও নিজেকে গুটিয়ে রাখবেন বলে জানান তিনি। ফলে রাশিয়া বিশ্বকাপে ম্যাচ পরিচালনার যে স্বপ্ন তিনি এতদিন দেখেছেন সেটি স্বপ্নই থেকে যাচ্ছে।
রোজ জানিয়েছেন, ‘খুবই কঠিন (সিদ্ধান্তটা), এটা ব্যক্তিগত সিদ্ধান্ত। এমপি হিসেবে দায়িত্বটিই এখন আমার এক নম্বর অগ্রাধিকার। মোরের মানুষের পাশে দাঁড়ানোই এখন প্রধান অগ্রাধিকার। তাই আপাতত আমার দ্বারা আর খেলা পরিচালনা করা সম্ভব হবে না। যারা আমাকে তাদের সমর্থন দিয়ে এমপি বানিয়েছেন, আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। পাশাপাশি আমার রেফারিংকে যারা স্বাগত জানিয়েছিলেন তাদের কাছেও আমি চিরকৃতজ্ঞ। ’
বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ২৮ অক্টোবর ২০১৭
এমআরপি