ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

ফুটবল

জেএফএ কাপে ঠাকুরগাঁও-রাজশাহীর বড় জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
জেএফএ কাপে ঠাকুরগাঁও-রাজশাহীর বড় জয় ছবি: সংগৃহীত

জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্তপর্ব বৃহস্পতিবার (২ নভেম্বর) মাঠে গড়িয়েছে। উদ্বোধনী দিনে ঠাকুরগাঁও ও রাজশাহী জেলা নিজ নিজ খেলায় বড় জয় পেয়েছে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ঠাকুরগাঁও জেলা ও রাজবাড়ী জেলা। এই ম্যাচে কল্পনার হ্যাটট্রিক ও বিথিকার জোড়া গোলে ৫-০ গোলে রাজবাড়ী জেলাকে হারিয়েছে ঠাকুরগাঁও।

ম্যাচের ২২ মিনিটে কল্পনা তার প্রথম গোল করেন। ৩১ মিনিটে জোড়া গোল পূর্ণ করেন। আর ৬৫ মিনিটে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। অন্যদিকে বিথিকা ৫১ মিনিটে প্রথম ও ৫৮ মিনিটে দ্বিতীয় গোল করেন।  

দিনের অপর ম্যাচে মুখোমুখি হয় রাজশাহী জেলা ও মানিকগঞ্চ জেলা। স্বপ্নার ৭ গোলে ভর করে মানিকগঞ্জকে ১২-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে রাজশাহী জেলা। স্বপ্না ম্যাচের ৪, ৩৫, ৩৬, ৩৯, ৫০, ৫৮ ও ৬৫ মিনিটে নিজের সাতটি গোল করেন। জোড়া গোল করেছেন তাসলিমা (৬০ ও ৭০ মিনিটে)। এ ছাড়া একটি করে গোল করেছেন শ্যামলি (৪৩ মিনিটে), মাধুর্য (২১ মিনিটে) ও হাকি (৯ মিনিটে)।

শুক্রবার (৩ নভেম্বর) চূড়ান্তপর্বের দ্বিতীয় দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় সাতক্ষীরা জেলার মুখোমুখি হবে ময়মনসিংহ জেলা। আর বিকেল ৪টায় দ্বিতীয় ম্যাচে টাঙ্গাইল জেলার প্রতিপক্ষ কুমিল্লা জেলা।

বাছাইপর্বের ছয়টি ভেন্যুর ছয় চ্যাম্পিয়নের সঙ্গে সেরা দুই রানার্স-আপ দলসহ মোট আটটি দল চূড়ান্তপর্বে অংশ নিয়েছে। ১০ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এই টুর্নামেন্ট।

চূড়ান্তপর্বের ‘ক’ গ্রুপে রয়েছে ঠাকুরগাঁও জেলা, রাজশাহী জেলা, মানিকগঞ্জ জেলা ও রাজবাড়ী জেলা। আর ‘খ’ গ্রুপে রয়েছে ময়মনসিংহ জেলা, টাঙ্গাইল জেলা, কুমিল্লা জেলা ও সাতক্ষীরা জেলা। দুই গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনাল খেলবে।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, ২ নভেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।