ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

ফুটবল

‘ফুটবলকে ভালোবাসলে, মেসিকে ভালোবাসতে হবে’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
‘ফুটবলকে ভালোবাসলে, মেসিকে ভালোবাসতে হবে’ ছবি:সংগৃহীত

২০১৮ রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনা কি যেতে পারবে? সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি কি বিশ্ব মঞ্চে খেলতে পারবেন না? ক’দিন আগেও এই প্রশ্নগুলো জেগেছিলো। তবে সব শঙ্কা দূর করে আলবেসেলিস্তারা বিশ্বকাপে জায়গা করে নেয়। খেলবেন মেসিও।

বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে খাদের কিনারায় ছিলো আর্জেন্টিনা। ইকুয়েডরের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে জিততেই হতো দলটিকে।

অন্যথায় হয়তো হারাতে হবে বিশ্বকাপের মূল পর্বের জায়গা। দুর্দান্ত হ্যাটট্রিকে ৩-১ ব্যবধানে জিতে সমর্থকদের মনে হাসি ফোটান পাঁচবারের ব্যালন ডি অর জয়ী।

আগে থেকেই মেসির ভক্ত ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালের কোচ আর্সেন ওয়েঙ্গার। আর তারকা ফুটবলারকে বিশ্বকাপে যেতে দেখে তিনি বলেন, ‘যদি তুমি ফুটবলকে ভালোবাসো, তোমার লিওনেল মেসির খেলাকে ভালোবাসতে হবে’

ফ্রেঞ্চ অভিজ্ঞ এ কোচ মেসি ও আর্জেন্টিনা প্রসঙ্গে আরও বলেন, ‘মেসিকে বিশ্বকাপে যেতে দেখে আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি। ফুটবলকে ভালোবাসলে, মেসিকে ভালোবাসতেই হবে। আর ফুটবলকে ভালোবাসলে, তোমাকে আর্জেন্টিনাকে ভালোবাসতে হবে। দলটি সব সময়ই দুর্দান্ত আক্রমণভাগ ও প্রতিভায় ভরপুর থাকে। আমি আসলে কষ্ট পেতাম যদি তারা বিশ্বকাপে না যেতো। ’

বিশ্বকাপ বাছাইপর্বে ইউরোপ ও ল্যাটিন অঞ্চলের তুলনা করতে গিয়ে গানার কোচ বলেন, ‘ইউরোপ থেকে বিশ্বকাপে যাওয়া তুলনামূলক সহজ, কেননা এখান থেকে ১৩টি দল বিশ্বকাপে যাবে। ফলে এখানে ভয়ঙ্কর বলে তেমন কিছু নেই। দুই-একটা গ্রুপ ছাড়া বাছাইয়ে খুব একটা কঠিন কিছু নেই। অথচ দ. আমেরিকায় ১০ দলের মধ্যে মাত্র চারটি দল সরাসরি বিশ্বকাপে যায়। এখানে বলিভিয়া, কলম্বিয়া, প্যারাগুয়ে, ব্রাজিল অথবা চিলি সবাই শক্তিশালী। তাই কোয়ালিফাই করাটাও কঠিন। ’

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, ১০ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।