ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

ফুটবল

হেরে বিশ্বকাপ শঙ্কায় ইতালি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
হেরে বিশ্বকাপ শঙ্কায় ইতালি ছবি:সংগৃহীত

চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। অথচ আগামী রাশিয়া বিশ্বকাপে যদি শক্তিশালী দলটি সুযোগই না পায় তাহলে কেমন হবে? এমন শঙ্কাতেই রয়েছে জামপিয়েরে ভেনচুরার দল। কেননা বিশ্বকাপে যাওয়ার প্লে-অফ ম্যাচের প্রথম লেগে মাঝারিমানের দল সুইডেনের বিপক্ষে ১-০ গোলে হেরে গেছে ইতালি।

বিশ্বকাপে খেলা নিয়ে ইতালির এমন শঙ্কা তৈরি হলো প্রায় ৬০ বছরেরও বেশি সময় পরে। এদিন সুইডেনের স্টকহোমের ফ্রেন্ডস অ্যারেনায় দারুণ খেলে জয় তুলে নেয় স্বাগতিকরা।

সর্বশেষ ১৯৫৮ সালে বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি ইতালি। পাশাপাশি ম্যাচ জিতে এক যুগ পর বিশ্বকাপে খেলার আশা জাগলো সুইডেনের। সর্বশেষ ২০০৬ সালে জার্মানি বিশ্বকাপে খেলেছিল তারা।

এদিন খেলার প্রথমার্ধ দু’দলই চমৎকার ফুটবল প্রদর্শন করে। বেশ কিছু সুযোগও তৈরি করে স্ট্রাইকাররা। তবে কোনো গোলের দেখা মেলেনি। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণাত্মক হয়ে খেলে ইতালি। দুটি সুযোগও তৈরি করেছিল তারা।

উল্টো ম্যাচের ৬১ মিনিটে এগিয়ে যায় সুইডেন। ডি-বক্সের মধ্যে থেকে তোইভোনেনের হেডে বাড়ানো বল পেয়ে প্রায় ১৮ গজ দূর থেকে জ্যাকব জোহানসনের জোরালো শট লিওনার্দো বোনুচ্চির পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। সফরকারী শিবিরে নেমে আসে হতাশা। শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানেই হেরে যায় দলটি।

আগামী মঙ্গলবার ইতালির মাঠ মিলানে হবে দ্বিতীয় লেগের ম্যাচ। রাশিয়া বিশ্বকাপের টিকেট পেতে ঘরের মাঠে অন্তত দুই গোলের ব্যবধানে জিততেই হবে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

বাংলাদেশ সময়: ০৮৫৬ ঘণ্টা, ১১ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।