ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

ফুটবল

সংবাদ সম্মেলনে কাঁদলেন নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
সংবাদ সম্মেলনে কাঁদলেন নেইমার নেইমার ও তিতে

ঢাকা: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপানকে ৩-১ গোলের ব্যবধানে হারানোর পর সংবাদ সম্মেলনে নেইমারকে নিয়ে উপস্থিত হন ব্রাজিল জাতীয় দলের কোচ তিতে।

নেইমার ও তার ক্লাব কোচ উনাই এমেরির সম্পর্কে চিড় ধরেছে বলে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের প্রসঙ্গে কথা বলেন সেলেকাও কোচ।  

সংবাদে প্রকাশিত নেইমারের সমালোচনার জবাব দিতে তিতে যখন কথা বলছিলেন তখন আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন নেইমার।

প্যারিস সেইন্ট জার্মেইয়ের ড্রেসিং রুমে নেইমারের উপস্থিতি বিভক্তি সৃষ্টি করছে, এমনকি ক্লাবের কোচ এমেরিকে নেইমার গ্রাহ্য করছেন না বলে খবর রটেছে।

এসব খবরের প্রসঙ্গ ধরে সাংবাদিকদের উদ্দেশে সেলেকাও কোচ বলেন, নেইমারের সঙ্গে দেড় বছর ধরে কাজ করছি, এবং আমি শুনতে শুনতে ক্লান্ত যে, নেইমারের সঙ্গে তিতের ঝামেলা রয়েছে।

তিতে আরও বলেন, কেউ নির্ভুল নয়, আমরা মানুষ এবং প্রায়শই আমরা ভুলভাবে প্রতিক্রিয়া দেখাই। আমার ক্যারিয়ারেও এমন হয়েছে, এটা কি অপরাধ? কখনো বিশেষ পরিস্থিতি তৈরি হয়, আমাদের সতর্ক হওয়া উচিত আমরা যেন সবকিছুকে সাধারণীকরণ করে না ফেলি।

সাংবাদিকদের সমালোচনা করে তিতে বলেন, আমাদের উচিত তার (নেইমার) চারিত্র-বৈশিষ্ট্য ও মহৎ হৃদয়ের কথা বলা। কিন্তু তারা (সাংবাদিকরা) সেইসব গল্প তৈরি করছে যা একেবারেই সত্য নয়।  

প্যারিস সেইন্ট জার্মেইয়ের সতীর্থ কাভানি কিংবা ক্লাব কোচ উনাই এমেরির সঙ্গে নেইমারের কোনো বিরোধ নেই বলেও জানান তিতে।

ফ্রান্সের লিলেতে শুক্রবার (১০ নভেম্বর) জাপানের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচের প্রথম গোলটি আসে নেইমারের পা থেকে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নেইমার বলেন, প্যারিসে আমি খুব ভালো আছি। আমি অনুপাণিত সেই খেলোয়াড় যে নিজেকে মাঠে উজাড় করে দেয়। কিছু বিষয় আমাকে খুব যন্ত্রণা দিচ্ছে- কাভানি এবং কোচের সঙ্গে আমার কোনো ঝামেলা নেই। কোচের সঙ্গে আমার ঝামেলা রয়েছে এমন গল্পের আবিষ্কার বন্ধ হোক। এটা আমাকে খুব যন্ত্রণা দিচ্ছে, এটা নিয়ে আমি তিতের সঙ্গে কথা বলেছি।  

রেকর্ড দামে বার্সেলোনা থেকে প্যারিস সেইন্ট জার্মেইয়ে নাম লেখানো নেইমার সাংবাদিকদের অনুরোধ করে বলেন, দলে আমি ভূমিকা রাখতে এসেছি, কোচকে সাহায্য করতে এসেছি। আমি বাস্তববাদী মানুষ। গাল-গল্প, গুজব আমি পছন্দ করি না। তাই আমাকে নিয়ে এসব বন্ধ করুন।  

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।