ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

ফুটবল

ঢাবিতে পল্লী কবি প্রিমিয়ার লীগের উদ্বোধন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
ঢাবিতে পল্লী কবি প্রিমিয়ার লীগের উদ্বোধন ঢাবিতে পল্লী কবি প্রিমিয়ার লীগের উদ্বোধন

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পল্লী কবি প্রিমিয়ার লীগ-২০১৭ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্‌দীন হল মাঠে এর উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। কবি জসীম উদ্‌দীন হল শাখা ছাত্রলীগ এই টুর্নামেন্টের আয়োজন করে।

হল শাখা ছাত্রলীগের সভাপতি সৈয়দ আরিফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. রহমত উল্লাহ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম এহতেশাম, ঢাবি শাখার সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স।

হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহেদ খান অনুষ্ঠান সঞ্চালনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে আরিফ খান জয় বলেন, শিক্ষা-সংস্কৃতি খেলাধুলা ছাড়া একটা জাতি অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে না। আর ফুটবল একটি জাতির স্বত্তাকে বিকশিত করে দেশের সীমানা পেরিয়ে বাইরে নিয়ে যায়।

এসময় তিনি জসীম উদ্‌দীন হলের মাঠের সংস্কারের জন্য ব্যক্তিগত ফান্ড থেকে ১ লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন।

এই টুর্ণামেন্টে হল থেকে খেলোয়াড় বাছাই করে আটটি দল গঠন করা হয়েছে। যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
এসকেবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।