ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

ফুটবল

রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়া ছবি:সংগৃহীত

ইউরোপ অঞ্চলের বাছাইপর্ব থেকে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি ক্রোয়েশিয়া। তবে প্লে-অফে দাপট দেখিয়ে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের মূল পর্বে টিকিট পেল দেশটি। গ্রিসের বিপক্ষে দুই লেগের ‍অ্যাগ্রিগেটে জয় নিয়ে মাঠ ছাড়ে জ্লাটকো ডালিকের শিষ্যরা।

দ্বিতীয় লেগে গ্রিসের মাঠ স্তাদিও জিওরগিওস কারাইসকাকিতে আতিথিয়েতা নিতে যায় ক্রোয়েশিয়া। তবে ম্যাচটি গোলশূন্য ড্র হয়।

কিন্তু প্রথম লেগে নিজেদের মাঠ জাগরেবে ৪-১ গোলে জেতায় একই অ্যাগ্রিগেট ব্যবধানে জয় পায় তারা।

বিশ্বকাপে এ নিয়ে পঞ্চমবার খেলতে যাচ্ছে ক্রোয়েশিয়া। এর আগে ১৯৯৮, ২০০২, ২০০৬ ও ২০১৪ সালে বিশ্বকাপের মূল পর্বে খেলেছিলো দলটি। ১৯৯৮ সালে সর্বপ্রথম বিশ্বকাপে সুযোগ পেয়েই আসরটির তৃতীয়স্থান দখল করেছিরো ক্রোয়েশিয়া।

বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, ১৩ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।