ঢাকা, শনিবার, ১২ আশ্বিন ১৪৩২, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

ইংল্যান্ডের বিপক্ষে শতভাগ ফিট কুতিনহো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪৩, নভেম্বর ১৩, ২০১৭
ইংল্যান্ডের বিপক্ষে শতভাগ ফিট কুতিনহো ছবি:সংগৃহীত

ক্লাব লিভারপুলের হয়ে গত তিনটি ম্যাচ খেলতে পারেননি ফিলিপ কুতিনহো। তবে জাতীয় দল ব্রাজিলের হয়ে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে ফিরছেন এ স্ট্রাইকার। পেশীর ইনজুরিতে পড়া এ তারকা জোর দিয়ে বলেন ‘শতভাগ ফিট’ হয়েই ফিরছেন তিনি।

আগামী মঙ্গলবার ওয়েম্বলি স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল ও স্বাগতিক ইংল্যান্ড।

এর আগে গত ২২ অক্টোবর সর্বশেষ লিভারপুলের হয়ে মাঠে নামেন তরুণ এ অ্যাটাকিং মিডফিল্ডার।

যেখানে নতুন শক্তির দল টটেনহামের বিপক্ষে ৪-১ ব্যবধানে জয় পায় অল রেডসরা। তবে সে ম্যাচে পেশীতে চোট পেয়ে ছিটকে যান তিনি।

এই ইনজুরি অবস্থায়ই জাতীয় দলের স্কোয়াডে কুতিনহোকে ডাকা হয়। যেখানে শুক্রবার জাপানের বিপক্ষে জয়ের ম্যাচে সাইড বেঞ্চে ছিলেন ২৫ বছর বয়সী এ তারকা।

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, ১৩ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।