ঢাকা, রবিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

ফুটবল

বেলজিয়ামের রেকর্ড গোলদাতা লুকাকু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৬, নভেম্বর ১৫, ২০১৭
বেলজিয়ামের রেকর্ড গোলদাতা লুকাকু ছবি:সংগৃহীত

বেলজিয়াম জাতীয় ফুটবল দলের ইতিহাসে রেকর্ড গোলদাতার আসনে বসলেন রোমেলু লুকাকু। জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচে জয়ী দলের হয়ে গোলটি করে এমন মাইলফলক স্পর্শ করেন এ স্ট্রাইকার।

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে জাপানের বিপক্ষে ১-০ গোলে জেতে বেলজিয়াম। যেখানে লুকাকু হেড দিয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন।

বর্তমানে রেড ডেভিলস খ্যাত দলটির হয়ে তার গোল সংখ্যা ৩১।

এর আগে ১৯২৮ থেকে ১৯৪০ পর্যন্ত বেলজিয়ামের হয়ে খেলা প্রয়াত বার্নাড ভুরহুফ ৩০টি গোল করে শীর্ষে ছিলেন। যদিও ১৯৬০ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত খেলা পল ফন হাইম্সটও ৩০টি গোল করে যৌথভাবে শীর্ষে ছিলেন।

২০১০ সালে জাতীয় দলে অভিষেকের পর এখন পর্যন্ত ৬৫টি ম্যাচ খেলেছেন ২৪ বছর বয়সী লুকাকু। জাপানের আগে মেক্সিকোর বিপক্ষে ৩-৩ গোলে ড্রয়ের ম্যাচে জোড়া গোল করেন ম্যানচেস্টার ইউনাইটেডের এ তারকা।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ১৫ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।