খেলার প্রথমার্ধের ১৭ মিনিটে আবাহনী ক্রীড়া চক্র গোপালগঞ্জ দলের পক্ষে লিটু গোল করে দলকে এগিয়ে নেন। খেলার ৩১ মিনিটি চুয়াডাঙ্গার পক্ষে খোকন গোল করে সমতা ফেরান।
দ্বিতীয়ার্ধে ১৬ ও ২৮ মিনিটে খোকন দলের পক্ষে আরও দুটি গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। একই সাথে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে চুয়াডাঙ্গা। সেরা খেলোয়াড় নির্বাচিত হন চুয়াডাঙ্গার খোকন।
মাগুরা জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যস্থাপনায় বসুন্ধরা সিমেন্টের পৃষ্ঠপোষকতায় আছাদুজ্জামান ফুটবল একাডেমি এ টুর্নামেন্টের আয়োজন করেছে। আগামী শুক্রবার দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলায় আছাদুজ্জামান ফুটবল একাডেমি ও কুষ্টিয়া জেলা ফুটবল দলের মুখোমুখি হবে।
বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, ১৫ নভেম্বর, ২০১৭
এমএমএস