ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

চার সপ্তাহ মাঠের বাইরে মাশ্চেরানো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
চার সপ্তাহ মাঠের বাইরে মাশ্চেরানো ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ট্যুর থেকে বার্সেলোনা শিবিরে ইনজুরির দুঃসংবাদ বয়ে আনলেন হাভিয়ের মাশ্চেরানো। প্রায় এক মাস তাকে মাঠের বাইরে থাকতে হবে। ক্লাব ফুটবলে সামনের ব্যস্ত সূচিতে আর্জেন্টাইন তারকাকে ছাড়াই দল সাজাতে হবে বার্সাকে।

বলা হচ্ছে, রাশিয়ায় নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রস্তুতি ম্যাচটিতে ডান পায়ে চোট পান মাশ্চেরানো। যদিও পুরো নব্বই মিনিটই তিনি মাঠে ছিলেন।

লিওনেল মেসির অনুপস্থিতিতে দুই গোলে এগিয়ে থেকেও ৪-২ গোলে হারের লজ্জায় ডোবে গতবারের রানার্সআপরা।

বাছাইপর্ব থেকে বিশ্বকাপ নিশ্চিতের পর এটাই ছিল আলবিসেলেস্তেদের প্রথম প্রীতি ম্যাচ সফর। স্বাগতিকদের বিপক্ষে ১-০ ব্যবধানে জেতা ম্যাচটিতে খেলেন মেসি। নাইজেরিয়া ম্যাচে বিশ্রাম নিয়ে আগেই বার্সায় ফিরে আসেন আর্জেন্টাইন অধিনায়ক।

কিন্তু ৩৩ বছর বয়সী মাশ্চেরানোর ফিটনেসের লড়াইয়ে নামতে হচ্ছে। পুরোপুরি সেরে উঠতে অন্তত ৪ সপ্তাহ সময় লাগতে পারে। আগামী ২৩ ডিসেম্বর সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হাইভোল্টেজ এল ক্লাসিকোতে মাশ্চেরানোর পূর্ণ ফিটনেসের ব্যাপারে আশাবাদী কাতালানরা। লা লিগায় ১১ ম্যাচ শেষে বর্তমান চ্যাম্পিয়নদের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে অপরাজেয় (১০ জয়, ১ ড্রয়ে ৩১ পয়েন্ট) বার্সা।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, ১৬ নভেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।