ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ফুটবল

গুরুত্বপূর্ণ ম্যাচে রক্ষণ দুশ্চিন্তায় বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
গুরুত্বপূর্ণ ম্যাচে রক্ষণ দুশ্চিন্তায় বার্সা ছবি: সংগৃহীত

পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ভ্যালেন্সিয়ার মাঠে গুরুত্বপূর্ণ লিগ ম্যাচ সামনে রেখে রক্ষণভাগ নিয়ে দুশ্চিন্তায় পড়তে হচ্ছে বার্সেলোনাকে। ইনজুরির কারণে হাভিয়ের মাশ্চেরানো নেই। মৌসুমের পঞ্চম হলুদ কার্ডে এক ম্যাচ নিষিদ্ধ হওয়ায় জেরার্ড পিকেও খেলতে পারবেন না।

লা লিগায় নিজেদের সবশেষ ম্যাচে স্বাগতিক লেগানেসের বিপক্ষে ৩-০ গোলের জয় তুলে নেয় বার্সা। ৪৫০ মিনিটের গোল খরা কাটিয়ে জোড়া গোল উদযাপন করেন লুইস সুয়ারেজ।

শেষ মিনিটে স্কোরশিটে নাম লেখান পাওলিনহো।

প্রথমার্ধের ২৯ মিনিটে হলুদ কার্ড দেখেন পিকে। পূর্ণ হয় লিগ সিজনের পঞ্চম হলুদ কার্ড। নিয়ম অনুযায়ী, এক ম্যাচের নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন স্প্যানিশ সেন্টারব্যাক। ভ্যালেন্সিয়ার বিপক্ষে স্যামুয়েল উমতিতির সঙ্গে সেন্টারব্যাকে আর্নেস্টো ভালভার্ডে কাকে রাখবেন সেটিই এখন দেখার বিষয়।

ইনজুরির আক্রান্ত মাশ্চেরানো তিন মাস মাঠের বাইরে চলে গেছেন। পরবর্তী ম্যাচে পিকের জায়গায় থমাস ভারমাইলেনের প্রথম একাদশে থাকার সম্ভাবনা থাকলেও এ মৌসুমে তিনি মাত্র একটি ম্যাচ খেলেছেন।

বলা বাহুল্য, লেগানেস ম্যাচে নিষেধাজ্ঞা থেকে একটি হলুদ কার্ড দূরে ছিলেন উমতিতি। উমতিতির স্বদেশী লুকাস ডিগনিকে বিকল্প হিসেবে বিবেচনায় নিতে পারেন বার্সা কোচ।  ডাক পেতে পারেন বার্সার ‘বি’ টিমের উদীয়মান স্প্যানিশ সেন্টারব্যাক ডেভিড কোস্তাস।

এ নিয়ে চলতি মৌসুমে দ্বিতীয়বার নিষেধাজ্ঞার কবলে পড়লেন পিকে। ন্যু ক্যাম্পে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে অলিম্পিয়াকোসের বিপক্ষে লাল কার্ডে দেখেছিলেন এবং গ্রিসে ফিরতি পর্বের ম্যাচ মিস করেন।

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৭ ম্যাচে অপরাজিত বার্সা। লা লিগা শিরোপা পুনরুদ্ধারের মিশনে ১২ ম্যাচ (১১ জয়, ১ ড্র) শেষে ভ্যালেন্সিয়ার চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে কাতালানরা। ভ্যালেন্সিয়া অবশ্য এক ম্যাচ কম খেলেছে। মাদ্রিদ ডার্বি ড্রয়ের পর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ১২ ম্যাচে সমান ২৪। গোল ব্যবধানে এগিয়ে থাকায় তৃতীয় স্থানে রিয়াল।

রোববার (১৯ নভেম্বর) বার্সার সঙ্গে পয়েন্ট ব্যবধান ফের ৪-এ নামিয়ে আনার লক্ষ্যে এসপানিওয়েল মাঠে নামবে ভ্যালেন্সিয়া। খেলা শুরু বাংলাদেশ সময় রাত সোয়া ৯টায়। পরবর্তী ম্যাচে মেসি-সুয়ারেজদের আতিথ্য দেবে তারা। আগামী রোববার (২৬ নভেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায় হাইভোল্টেজ ম্যাচটি মাঠে গড়াবে।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ১৯ নভেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।