ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

রিয়ালের সেঞ্চুরি, রোনালদোর সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:০৫, নভেম্বর ২২, ২০১৭
রিয়ালের সেঞ্চুরি, রোনালদোর সেঞ্চুরি ছবি: সংগৃহীত

একটা ম্যাচ দিয়েই অনেক সমালোচনার জবাব দিল জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ। গড়েছে অনন্য সব রেকর্ড। নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বের ম্যাচে অ্যাপোয়েলের মাঠে ৬-০ গোলের উড়ন্ত জয়ে ছন্দে ফিরেছে বর্তমান চ্যাম্পিয়নরা। এক ম্যাচ হাতে রেখে নকআউট পর্বে পা রেখেছে জিদানের শিষ্যরা।

এই ম্যাচ দিয়ে অবিস্মরণীয় কীর্তির জন্ম দিয়েছে রিয়াল ও রোনালদো।

চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে ১০০টি ম্যাচ জয়ের দৃষ্টান্ত স্থাপন করেছে রিয়াল। তৃতীয়বারের প্রচেষ্টায় সফল হলো স্প্যানিশ জায়ান্টরা। টটেনহামের বিপক্ষে আগের দুই ম্যাচেও এমন হাতছানি নিয়ে মাঠে নেমে সমর্থকদের হতাশ করেছিল গ্যালাকটিকোরা। বার্নাব্যুতে ড্রয়ের পর লন্ডনে গিয়ে হারের লজ্জায় ডুবতে হয়েছিল।

সাইপ্রাসের ক্লাব অ্যাপোয়েলের বিপক্ষে গোল উৎসব করেই ইতিহাসের পাতায় নাম লেখালো লস ব্লাঙ্কসরা। অলিম্পিয়াকোসের মাঠে গোলশূন্য ড্র না করলে রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাও শততম ম্যাচ জয়ের লক্ষ্যে মাঠে নামতে পারতো। জুভেন্টাসের বিপক্ষে বুধবারের (২২ নভেম্বর) হাইভোল্টে ম্যাচটি জিতলে সংখ্যাটা ৯৯-তে নিয়ে যাবে কাতালানরা। খেলা শুরু বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায়।

এবার আসা যাক, রেকর্ডবয় রোনালদোর কথায়। অ্যাপোয়েলকে বিধ্বস্ত করার ম্যাচে জোড়া গোল করেছেন রিয়াল সুপারস্টার। লা লিগায় গোলখরায় থাকলেও চ্যাম্পিয়নস লিগে ফর্ম ধরে রেখেছেন সিআর সেভেন। বলা বাহুল্য, স্প্যানিশ লিগে শিরোপা ধরে রাখার মিশনে ১২ ম্যাচ শেষে বার্সার চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে কঠিন সময় পার করছে মাদ্রিদ।

ইউরোপিয়ান প্রতিযোগিতায় রিয়ালের জার্সিতে গোলের সেঞ্চুরি পূর্ণ করেছেন ৩২ বছর বয়সী রোনালদো। চ্যাম্পিয়নস লিগে একই ক্লাবের হয়ে গোল স্কোরিং কীর্তিতে বার্সার প্রাণভোমরা লিওনেল মেসিকে ছাড়িয়ে গেছেন পর্তুগিজ আইকন। অন্য দু’টি গোল আসে উয়েফা সুপার কাপে।

চ্যাম্পিয়নস লিগে রিয়ালের হয়ে এখন ৯৮টি গোলের মালিক রোনালদো। একটি ক্লাবে আর কেউই এতো সংখ্যক গোলের দেখা পাননি। ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরে ৯৭ বার লক্ষ্যভেদ করেছেন মেসি।

এক বছরে সর্বোচ্চ গোলস্কোরারের নতুন ইতিহাস গড়েছেন রোনালদো। অ্যাপোয়েল ম্যাচের দুই গোলে ২০১৭ সালের গোলসংখ্যা ১৮-তে উন্নীত করেছেন। নিজের রেকর্ডই ভেঙেছেন।

ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতার সবচেয়ে বড় আসরের ২০১৫ পঞ্জিকাবর্ষে ১৬টি গোল করেছিলেন রোনালদো। দু’বছর পর সেটিই ছাড়িয়ে গেলেন। বছর শেষ হতে হাতে এখনো গ্রুপ পর্বের শেষ ম্যাচটি বাকি।

চ্যাম্পিয়নস লিগে গোলস্কোরিংয়ের দিক থেকে সেরা তিনটি বছর রোনালদোর দখলে। ২০১৭ সালে তো ১৭টি গোলের রেকর্ড গড়েছেনই, ২০১৫ সালে ১৬টি এবং ২০১৩ সালে ১৫টি গোল করেছিলেন। এ তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে মেসি। ২০১২ ও ২০১৬ সালে সমান ১৩টি করে গোল আদায় করেন আর্জেন্টাইন অধিনায়ক। যা ২০১২ ও ২০১৪-তে রোনালদোও করে দেখিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, ২২ নভেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।