ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের সেমিতে সাইফ স্পোর্টিং

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের সেমিতে সাইফ স্পোর্টিং ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরায় মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান স্টেডিয়ামে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টে বুধবার (২২ নভেম্বর) বসুন্ধরা কিংসকে টাইব্রেকারে ৫-৪ গোলে পরাজিত  করে সেমিফাইনালে উঠেছে ঢাকা সাইফ স্পোর্টিং ক্লাব।

খেলার নির্ধারিত সময়ে দু’দল করতে ব্যর্থ হয়। পরে টাইব্রেকারে ৫-৪ গোলে সাইফ স্পোর্টিং ক্লাব বিজীয় হয়।

ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন সাইফ স্পোটিং ক্লাবের নাঈম। বৃহস্পতিবারের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আসাদুজ্জামান ফুটবল একাডেমি ও বাংলাদেশ নৌবাহিনী মুখোমুখি হবে।

ঢাকার শেখ রাসেল, শেখ জামাল, বাংলাদেশ নৌবাহিনী, বসুন্ধরা কিংস সহ ১৬টি দলের অংশগ্রহনে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। আসাদুজ্জামান ফুটবল একাডেমির আয়োজনে এবং বসুন্ধরা সিমেন্ট এর সহযোগিতায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, ২২ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।