ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

জেলা প্রশাসক গোল্ডকাপে জয়ী শেরপুর উপজেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
জেলা প্রশাসক গোল্ডকাপে জয়ী শেরপুর উপজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী। ছবি: বাংলানিউজ

বগুড়া: বগুড়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ২-১ গোলে শেরপুর উপজেলা দল দুপচাঁচিয়া উপজেলাকে হারিয়েছে।

জেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় ও জাতীয় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।
 
সোমবার (২৭ নভেম্বর) বিকেলে শহরের আলতাফুন্নেছা মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী।


 
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগ বগুড়ার উপ-পরিচালক সুফিয়া নাজিম, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল জলিল, বগুড়া চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান মিলন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল প্রমুখ।
 
এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থা, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার নেতারা।

বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল বাংলানিউজকে জানান, উদ্বোধনী ম্যাচে শেরপুর উপজেলা দল ২ গোল করে। বিপরীতে দুপচাঁচিয়া উপজেলা দল ১ গোল করে। ফলে উদ্বোধনী ম্যাচে শেরপুর উপজেলা দল জয়ী হয়।
 
বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
এমবিএইচ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।