ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মাগুরা শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টে শেখ জামাল সেমিতে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
মাগুরা শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টে শেখ জামাল সেমিতে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট

মাগুরা: মাগুরা মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে উঠেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

সোমবার (২৭ নভেম্বর) বিকেলের এ খেলায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৩-০ গোলের ব্যবধানে টাঙ্গাইল আরিয়ান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে।

খেলার প্রথমার্ধের ৩০ মিনিটে শেখ জামালের পক্ষে বিদেশি খেলোয়াড় মাহমুদুবা প্রথম গোল করে দলকে এগিয়ে নেন।

এরপর ৩৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন শেখ জামালের অপর বিদেশি খেলোয়াড় ভোজান।

দ্বিতীয়ার্ধের ৩৯ মিনিটে ভোজান আরো একটি গোল করে ৩-০ গোলে দলের বিজয় নিশ্চিত করেন। ২টি গোল করে ম্যাচসেরা পুরস্কার তুলে নেন শেখ জামালের ভোজান।

২৯ নভেম্বর টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক মাগুরা জেলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ নৌবাহিনী। দ্বিতীয় সেমিতে খেলবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও সাইফ স্পোর্টিং ক্লাব।

বসুন্ধরা সিমেন্টের সহযোগিতায় মাগুরা আছাদুজ্জামান ফুটবল একাডেমি এ টুর্নামেন্টের আয়োজন করে। টুর্নামেন্টে ঢাকার ৫টি সহ দেশ সেরা ১৭টি ফুটবল দল অংশ নেয়।

১০ নভেম্বর পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, ২৭ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।