ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

সিটির টানা দ্বাদশ জয়, চেলসিও জিতলো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
সিটির টানা দ্বাদশ জয়, চেলসিও জিতলো ছবি:সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দ্বাদশ জয় পেল ম্যানচেস্টার সিটি। সাউদাম্পটনকে ২-১ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা। অন্যদিকে সোয়ানসি সিটির বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে চেলসি।

এদিন ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ২-১ গোলের জয় পায় সিটি। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে প্রতিপক্ষের ভুলে এগিয়ে যায় দলটি সিটি।

প্রতিপক্ষে ডিফেন্ডার ভিরজিল ফন ডাইকের আত্মঘাতি গোলেই লিড পায় তারা।

তবে ৭৫ মিনিটে ওরিওল রোমেউয়ের গোলে সমতায় ফেরে সাউদাম্পটন। কিন্তু ম্যাচের একেবারে শেষ দিকে ডি ব্রইনের পাসে কোনাকুনি উঁচু শটে গোল করে দলকে জয়ের বন্দরে নিয়ে যান ইংলিশ মিডফিল্ডার স্টার্লিং।

অন্যদিকে ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ১-০ গোলে জয় পায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ম্যাচের ৫৫ মিনিটে চেলসিকে এগিয়ে দেন আন্তোনিও রুডিগার। এনগোলো কন্তের জোরালো শটে হেডে গোলটি করেন জার্মান এই ডিফেন্ডার।

লিগে এখন পর্যন্ত ১৪ ম্যাচে ১৩ জয় ও এক ড্রয়ে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। ৮ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড। নয় জয় ও দুই ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। নয় জয় ও এক ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে আর্সেনাল।

সাত জয় ও পাঁচ ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে ইয়ুর্গেন ক্লপের দল লিভারপুল। ১ পয়েন্ট কম নিয়ে ষষ্ঠ স্থানে বার্নলি। সপ্তম স্থানে নেমে যাওয়া টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ২৪।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, ৩০ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।