ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মেসির সঙ্গে বার্সায় অনুশীলন করবে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০২ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৭
মেসির সঙ্গে বার্সায় অনুশীলন করবে আর্জেন্টিনা ছবি:সংগৃহীত

২০১৮ রাশিয়ার বিশ্বকাপের প্রস্তুতি ভালোভাবেই নেওয়ার পরিকল্পনা নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। এরই অংশ হিসেবে লিওনেল মেসির ক্লাব বার্সেলোনার অনুশীলন মাঠে নিজের শিষ্যদের শরীর গরম করাবেন কোচ জর্জ সাম্পাওলি। জানা যায়, মোট ১০ দিন সেখানে অনুশীলনে ব্যস্ত থাকবে আর্জেন্টিনা।

বার্সেলোনার অনুশীলন মাঠ সিওদাদ দেপোর্তিভো দেল বার্সেলোনাতে অনুশীলন করবে আলবেসেলিস্তারা। এ সময় সেখানে তিনটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে দলটির।

আর্জেন্টিনা নিজেদের জাতীয় দলকে ২০১৮ সালের মে মাসের ২৬ অথবা ২৭ তারিখে বিদায় জানাবে। যেখানে বোকা জুনিয়র্সের মাঠ লা বোম্বোনেরাতে কোনো একটি জাতীয় দলের সঙ্গে একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপরই পুরো দল আসবে স্পেনের কাতালান শহরের বার্সেলোনায়।

বিশ্বকাপের প্রস্তুতিতে আর্জেন্টিনার ইউরোপ ভ্রমণ শুরু হবে মূলত বার্সেলোনা দিয়ে। বিশ্বকাপে সুযোগ পায়নি এমন দলগুলোর বিপক্ষেই এখানে খেলার কথা রয়েছে।

এর আগে আগামী বছরের মার্চে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে মেসি, দিবালা, আগুয়েরোদের। যেখানে প্রতিপক্ষ হতে পারে বেলজিয়াম, মরক্কো, সৌদি আরবের মতো দেশগুলো।

রাশিয়ায় আর্জেন্টিনা দল পৌঁছাবে মূল আসর শুরু হওয়ার এক সপ্তাহ আগে। ব্রনিৎসি অনুশীলন মাঠে অনুশীলন করবে দলটি। প্রায় এক সপ্তাহের অনুশীলন শেষে ১৬ জুন আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ আসর শুরু করবে দু’বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

বিশ্বকাপে গ্রুপ ‘ডি’তে রয়েছে গতবারের রানার্সআপ আর্জেন্টিনা। যেখানে প্রতিপক্ষ হিসেবে তারা পাচ্ছে আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, ০৪ ডিসেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।