ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

আগুয়েরোর জোড়া গোলে সিটির রেকর্ড ১৭তম জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
আগুয়েরোর জোড়া গোলে সিটির রেকর্ড ১৭তম জয় ছবি:সংগৃহীত

চলতি মৌসুমে নিজেদের গড়া রেকর্ড শুধু ওপরের দিকেই নিয়ে যাচ্ছে ম্যানচেস্টার সিটি। এবার সার্জিও আগুয়েরোর প্রায় একক নৈপুণ্যে এএফসি বোর্নমাউথকে ৪-০ গোলে হারাল পেপ গার্দিওলার শিষ্যরা। জোড়া গোল করার পাশাপাশি একটি গোলে সহায়তা করেন আর্জেন্টাইন স্ট্রাইকার।

ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে এদিন ইংলিশ প্রিমিয়ার লিগে রেকর্ড টানা ১৭তম জয় তুলে নিল স্বাগতিকরা। দলের হয়ে অন্য দুটি গোল করেন রাহিম স্টারলিং ও দানিলো।

এদিন ম্যাচের ২৭ মিনিটে আগুয়েরোর গোলেই লিড পায় সিটি। ফার্নাদিনহোর ক্রসে দারুণ এক হেডের মাধ্যমে গোলটি করেন সিটির সর্বোচ্চ গোলের মালিক। পরে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় সিটি।

দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন স্টারলিং। ডেভিড সিলভা বল আগুয়েরোর দিকে বাড়ান। সেখান থেকে আগুয়েরো স্টারলিংয়ের দিকে দিলে গোল করতে ভুল করননি ইংলিশ স্ট্রাইকার।

৭৯ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন আগুয়েরো। এর ছয় মিনিট পরে প্রতিপক্ষে কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন বদলি হিসেবে নামা দানিলো। শেষ পর্যন্ত ৪-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে সিটি।

লিগে ১৯ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে সিটি। সমান ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৪২।  গত রাতে লিচেস্টার সিটির বিপক্ষে ২-২ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে হোসে মরিনহোর শিষ্যরা। অন্য ম্যাচে এভারটনের সঙ্গে গোলশূন্য ড্র করা চেলসি ৩৯ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।

বাংলাদেশ সময়: ০৯৩৭ ঘণ্টা, ২৪ ডিসেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।