ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

ফুটবল

পিএসজির ম্যাচে নেই নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪২, জানুয়ারি ১৪, ২০১৮
পিএসজির ম্যাচে নেই নেইমার ছবি:সংগৃহীত

প্যারিস সেন্ট জার্মেইর রাতের ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারছেন না দলটির সেরা তারকা নেইমার। যেখানে ফ্রেঞ্চ লিগ ওয়ানে নানটেসের বিপক্ষে মাঠে নামছে উনাই এমরির শিষ্যরা।

গত বুধবারই কাপ ডি লা লিগের ম্যাচে অ্যামিনেসের বিপক্ষে জয়ে গোল করেছিলেন নেইমার। তবে পাঁজরের চোটের কারণে স্তাদে ডি লা বেয়াউজোউরে সফর করতে পারছেন না এ ব্রাজিলিয়ান।

এদিকে নেইমার ছিটকে গেলেও সুখবর থাকছে পিএসজি শিবিরে। দলে ফিরছেন চলতি মৌসুমে সর্বোচ্চ গোলদাতা এডিনসন কাভানি ও হাভিয়ার পাস্তোরে।

বার্সেলোনা থেকে রেকর্ড ট্রান্সফার ফি’তে পিএসজিতে যোগ দেওয়ার পর বেশ ভালোই মানিয়ে নিয়েছেন নেইমার। লিগে মাত্র ১৪ ম্যাচের তার গোলের সংখ্যা ১১টি। এছাড়া সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি গোল করেছেন ২০টি। তার দল পিএসজিও রয়েছে লিগ টেবিলের শীর্ষে।

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, ১৪ জানুয়ারি, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।