ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

একপেশে ম্যাচে চেলসিকে ডোবালো ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:১৯, মার্চ ৫, ২০১৮
একপেশে ম্যাচে চেলসিকে ডোবালো ম্যানসিটি ছবি: সংগৃহীত

জয় ১-০ গোলে। ফলাফলে ম্যাচের চিত্র ফুটে ওঠেনি ঠিক! ইতিহাদ স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচে চেলসিকে পাত্তাই দেয়নি উড়ন্ত ম্যানচেস্টার সিটি। বল দখলসহ আক্রমণাত্মক ফুটবলে পুরো ম্যাচ জুড়েই ব্লুজদের কোণঠাসা করে রাখে পেপ গার্দিওলার শিষ্যরা।

লিগ শিরোপা বলতে গেলে ম্যানসিটির হাতের মুঠোয়। মৌসুম শেষ হতে বাকি আর ৯টি ম্যাচ।

২৯ ম্যাচে ১৮ পয়েন্টের লিড সিটিজেনদের (৭৮)। ৬০ পয়েন্টে দ্বিতীয় স্থানে লিভারপুল। ১ পয়েন্ট পিছিয়ে এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার ইউনাইটেড।

গোলশূন্য প্রথমার্ধের পর বিরতি থেকে নেমেই চেলসির জালে বল পাঠায় স্বাগতিক শিবির। পর্তুগিজ মিডফিল্ডার বার্নার্ডো সিলভার একমাত্র গোলটিই ফলাফল নির্ধারক হয়ে থাকে।

এদিকে, ২৯তম রাউন্ডের অপর ম্যাচে ব্রাইটনের মাঠে ২-১ গোলে হারের হতাশায় ডুবেছে আর্সেনাল। আর্সেন ওয়েঙ্গারের ওপর পাহাড়সম চাপটা কঠিন থেকে কঠিনতর হয়ে উঠেছে। বলা চলে, পায়ের নিচে মাটি নেই এই কোচিং কিংবদন্তির।

নিউক্যাসলকে ২-০ গোলে লিভারপুল, হাডার্সফিল্ডকে একই ব্যবধানে হারিয়েছে টটেনহাম। ৫৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে স্পারসরা। ৫ পয়েন্ট পিছিয়ে পাঁচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসি। ছয়ে থাকা গানারদের পুঁজি ২৯ ম্যাচে ৪৫।

বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, ৫ মার্চ, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।