ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

শেষ আটে পৌঁছে গেল বায়ার্ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮
শেষ আটে পৌঁছে গেল বায়ার্ন ছবি: সংগৃহীত

দ্বিতীয় লেগে সহজ জয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ আটে পৌঁছে গেল বায়ার্ন মিউনিখ। যদিও প্রথম লেগে ঘরের মঠে বেসিতাসের বিপক্ষে ৫-০ গোলে জিতে কোয়ার্টারে এক পা দিয়ে রেখেছিল বাভারিয়ানরা। আর দ্বিতীয় লেগে ৩-১ গোলে জেতায় মোট ৮-১ ব্যবধানের অ্যাগ্রিগেটে উৎসবে মাতে হুপ হেইঙ্কেসের শিষ্যরা।

বেসিকতাসের মাঠ ভোডাফোন স্টাডায়ামুতে দ্বিতীয় লেগের ম্যাচে আতিথিয়েতা নিতে যায় বায়ার্ন। পরে ম্যাচে ১৮ মিনিটে থমাস মুলারের ক্রস থেকে বায়ার্নকে লিড এনে দেন স্প্যানিশ স্ট্রাইকার থিয়াগো আলকান্ত্রা।

দ্বিতীয়ার্ধের শুরুর প্রতিপক্ষের গোনুলের আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয়। তবে ৫৯ মিনিটে ভাগনার লাভের গোলে ব্যবধান কমায় বেসিকতাস।

৮৪ মিনিটে সান্দ্রো ওয়াগনারের গোলে জয় নিশ্চিত হয়ে যায় বায়ার্নের। ডি-বক্সের মাঝামাঝি থেকে গোলটি করেন এই জার্মান স্ট্রাইকার।

বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, ১৫ মার্চ, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।