ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সাফে বাংলাদেশ গ্রুপে পাকিস্তান, নেপাল, ভুটান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
সাফে বাংলাদেশ গ্রুপে পাকিস্তান, নেপাল, ভুটান ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চলতি বছরের সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফুটবল আসর সাফ চ্যাম্পিয়নশিপ। এ নিয়ে রাজধানীর একটি অভিজাত হোটেলে প্রতিযোগিতাটির ড্র অনুষ্ঠিত হয়। যেখানে ‘এ’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান, নেপাল ও ভুটান।

গ্রুপ ‘বি’তে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত ছাড়াও রয়েছে শ্রীলঙ্কা ও মালদ্বীপ। আগামী ৪ থেকে ১৫ সেপ্টেম্বর আসরটি অনুষ্ঠিত হবে।

২০১৫ সর্বশেষ আসরে ভারতে অনুষ্ঠিত সাফে চ্যাম্পিয়ন হয়েছিল স্বাগতিকরা। সেবার আফগানিস্তানকে হারায় তারা। তবে এবার আফগানরা সাফে নেই। তারা দক্ষিণ এশিয়া থেকে বেরিয়ে মধ্য এশিয়া অঞ্চলে যোগ দিয়েছে। ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কমএর আগে ঢাকায় সর্বশেষ ২০০৯ সালে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল। সেবার শেষবারের মতো আসরটির সেমিফাইনালে খেলেছিল লাল-সবুজের বাংলাদেশ। এরপরে তিনটি আসরে খেললেও প্রুপ পর্বের বেশি যেতে পারেনি।

এখন পর্যন্ত ২০০৩ সালে ঘরের মাঠে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশের সেটি সবচেয়ে বড় সাফল্য।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ১৮ এপ্রিল, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।