ঢাকা, শুক্রবার, ১১ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

রেকর্ড চতুর্থবার ম্যানইউর বর্ষসেরা ডি গিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৫৮, মে ৩, ২০১৮
রেকর্ড চতুর্থবার ম্যানইউর বর্ষসেরা ডি গিয়া ছবি: সংগৃহীত

চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে প্রতিটি মিনিটই মাঠে ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক ডেভিড ডি গিয়া। এছাড়া পুরো মৌসুমে দলের হয়ে অসাধারণ খেলা এই স্প্যানিশ তারকা এবার জিতে নিলেন বর্ষসেরার পুরস্কার।

দুটি বড় পুরস্কার হাতে নেয়া ডি গিয়া ম্যানইউর অ্যাওয়ার্ড নাইট আলোকিত করেন। জিতে নেন প্লেয়ার্স প্লেয়ার অব দ্য ইয়ার ও সবচেয়ে সম্মানের স্যার ম্যাট বাসবি প্লেয়ার অব দ্য ইয়ার।

এ নিয়ে রেকর্ড চতুর্থবার স্যার ম্যাট বাসবি পুরস্কার ঘরে তুললেও ডি গিয়া। এর আগে বর্তমান রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ম্যানইউতে থাকাকালীন তিনবার জিতেছিলেন এই পুরস্কার।

এদিকে মৌসুমের সেরা গোলের পুরস্কার পান নেমানজা মাতিক। আর কোচ হোসে মরিনহোর পছন্দের বর্ষসেরা ফুটবলার হন ম্যাকটোমিনে।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ০৩ মে, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।