ঢাকা, শুক্রবার, ১১ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

‘১০ হাজারবার বলছি নেইমার পিএসজিতে থাকছে’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৪, মে ২০, ২০১৮
‘১০ হাজারবার বলছি নেইমার পিএসজিতে থাকছে’ ছবি: সংগৃহীত

মৌসুমের একেবারে শেষের দিকে সংবাদ মাধ্যদগুলোতে আবারও গুঞ্জন ছড়াচ্ছে, প্যারিস সেন্ট জার্মেই ছাড়ছেন নেইমার। আর তার সম্ভাব্য ঠিকানা হতে পারে রিয়াল মাদ্রিদ। তবে পিএসজি প্রেসিডেন্ট নাসের আল-খেলাইফি আবারও জোর দিয়ে জানালেন, নেইমার প্যারিসেই থাকছে।

এদিকে রিয়ালে যাওয়ার সম্ভাবনা হলেও নেইমারকে পেতে বেশ কয়েকটি ক্লাব প্রস্তুত। তারা যত বড় অংকই হোক না কেন এই তারকাকে পেতে সর্বোচ্চটাই দিতে রাজি।

এইসব গুঞ্জনে নেইমার ক্লান্ত জানিয়ে সংবাদ মাধ্যমে আল-খেলাইফি জানান, ২৬ বছর বয়সী নেইমার কোথাও যাচ্ছেন না।

এক সাক্ষাৎকারে আল-খেলাইফি বলেন, ‘আমি ১০ হাজারবার পুনরাবৃত্তি করে বলছি। সে (নেইমার) থাকবে। ’ 

নেইমারের বাবা আমাকে বলেছে, তার ভবিষ্যত প্যারিসে। সে এসব গুঞ্জনে ক্লান্ত। এসব আসলে স্প্যানিশ মিডিয়ার কাজ। আপনি যদি তাদের কথা বিশ্বাস করেন, তবে খুবই খারাপ।

তিনি আরও বলেন, ‘আমি এই প্রশ্নের জবাব দিতে বারবার প্রস্তুত নই। তার সঙ্গে এখানে চার বছরের চুক্তি রয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, ২০ মে, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।