ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

কষ্টার্জিত জয় পেল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৯ ঘণ্টা, জুন ৩, ২০১৮
কষ্টার্জিত জয় পেল ইংল্যান্ড ছবি: সংগৃহীত

বিশ্বকাপের আগে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ঘরের মাঠে নেমেছিল ইংল্যান্ড। তবে আফ্রিকান ঈগলদের হারাতে বেশ বেগ পেতে হলো স্বাগতিক দেশটির। গ্যারেথ সাউথগ্যাটের শিষ্যরা শেষ পর্যন্ত ২-১ গোলে জয় পায়।

ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে খেলতে নামে দু’দল। প্রথমমার্ধ দারুণ খেলে ২-০ গোলে এগিয়েও যায় থ্রি-লায়ন্সরা।

ম্যাচে ৭ মিনিটে গ্যারি কাহিলের গোলে লিড পায় ইংল্যান্ড। পরে ৩৯ মিনিটে হ্যারি কেনের গোলে ব্যবধান দ্বিগুণ হয় ১৯৬৬ সালের চ্যাম্পিয়নদের।  

কিন্তু বিরতির পর ম্যাচের ৪৭ মিনিটে অ্যালেক্স আইওবির গোলে ব্যবধান কমায় নাইজেরিয়া। তবে নির্ধারিত সময় পর্যন্ত আর কোনো গোল করতে পারেনি তারা। আর ইংল্যান্ডও জালের দেখা পায়নি। শেষ পর্যন্ত কেন-স্টারলিংরা ২-১ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে।

এদিকে অন্য ম্যাচে বিশ্বকাপের দুই ফেভারিট দল বেলজিয়াম ও পর্তুগাল মাঠে নেমেছিল। তবে গোলশূন্য ড্র হয় ম্যাচটিতে।

বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, ০৩ জুন, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।