ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

জাপানে ইনিয়েস্তার গোলের অভিষেক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৩ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৮
জাপানে ইনিয়েস্তার গোলের অভিষেক সতীর্থদের সঙ্গে গোল উদযাপন করছেন ইনিয়েস্তা-ছবি: সংগৃহীত

বার্সেলোনা কিংবদন্তি আন্দ্রেস ইনিয়েস্তা জাপানে তার নতুন ক্লাব ভিসেল কোবের হয়ে প্রথম গোলের দেখা পেলেন। আর দুর্দান্ত গোল করে তিনি বুঝিয়ে দিলেন, কেন তাকে বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার বলা হয়। শনিবার জুবিলা আইওয়াতার বিপক্ষে ম্যাচে ২-১ ব্যাধানে জয় পায় কোবে।

ম্যাচের বয়স যখন ১৬ মিনিট। মাঝমাঠ থেকে বাঁ পায়ে বক্সের কাছে থাকা ইনিয়েস্তাকে পাস দিলেন আরেক জার্মান তারকা লুকাস পোডোলস্কি।

প্রথম টাচেই ১৮০ ডিগ্রি ঘুরে সামনে থাকা ডিফেন্ডারকে কাটিয়ে নেন ইনিয়েস্তা। এরপর গোলকিপারকে কাটিয়ে বল গোলে ঠেলে দেন। আশেপাশের সতীর্থরা তখন উল্লাসে জড়িয়ে ধরেন স্পেনের সাবেক মিডফিল্ডারকে।

খেলা শেষে টুইটারে ইনিয়েস্তা জানান, এই জয়ে দারুণ খুশি। কাম অন ভিসেল কোবে। এখন চোখ বুধবারের ম্যাচের দিকে।

এদিকে ইনিয়েস্তার পথ অনুশরণ করা আরেক স্প্যানিশ ফার্নান্দো তোরেস অবশ্য এখনও গোলের খাতা খুলতে পারেননি। তার দল সাগান তোসু ১-০ গোলে উরাওয়া রেড ডায়মন্ডসের বিপক্ষে জিতলেও গোল বঞ্চিত থাকেন এই স্ট্রাইকার।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ১২ আগস্ট, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।