ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের হার ছবি: সংগৃহীত

নীলফামারী: আসছে ঘরের মাঠে অনুষ্ঠেয় সাফ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে প্রীতি ম্যাচ খেলতে নেমে হার দেখলো বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ গোলে হেরে মাঠ ছাড়ে লাল-সবুজের দল।

এশিয়ান গেমসের মূল একাদশকে বিশ্রামে রেখে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ ফুটবল দল। বসুন্ধরা কিংসের হোম ভেন্যু নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে বুধবার (২৯ আগস্ট) ম্যাচটি শুরু হয় বিকেল ৪টায়।

তবে ১০ মিনিটে পিছিয়ে পড়ে বাংলাদেশ। স্বাগতিকদের ব্যাকপাসের খেসারত দিতে হয়। মাঝমাঠের ভুল পাস আর গোললাইন ছেড়ে বেরিয়ে আসা বাংলাদেশের গোলরক্ষক শহিদুল আলমকে দূর পাল্লার শটে পরাস্ত করেন মোহাম্মদ ফজল (১-০)।

প্রায় মাঝমাঠের একটু সামনে থেকে ফজল শট নেয়, বাংলাদেশের গোলরক্ষক তখন গোলবার ছেড়ে সামনে দাঁড়িয়ে ছিলেন। ফলে ম্যাচের প্রথমার্ধ শেষে ১-০ গোলে পিছিয়ে থাকে বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে আপ্রাণ চেষ্টা চালায় বাংলাদেশ। বেশ কয়েকবার শক্ত আক্রমণে গিয়েও গোল বঞ্চিত হতে হয়। শেষ পর্যন্ত ১-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

এর আগে খেলা শুরুর আগেই স্টেডিয়ামে লোকে লোকারণ্য হয়ে ওঠে। প্রচণ্ড ভিড় ঠেলে দর্শক মাঠে প্রবেশ করেন।

এদিকে খেলা শুরুর আগে বসুন্ধরা কিংসের প্রতিষ্ঠাতা সভাপতি ইমরুল হাসান ও প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক মিনহাজুল ইসলাম কে নীলফামারী বাসীর পক্ষ থেকে স্বাগতম জানান নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ২৯ আগস্ট, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।